আমাদের ফেলে আসা যত তিক্ততা, রাগ-অভিমান, আক্রোশ ছিল সবটা তুমি চাপা দিয়ে কেমন পালিয়ে বাঁচতে চেয়েছো। অথচ, তুমিই বলেছিলে একদিন সব হবে আমাদের। বলেছিলে দেখো, আমাদের সম্পর্কের একটা নাম হবে।

 

আমি কিচ্ছুটি ভুলে যাইনি। তোমার দেওয়া প্রতিশ্রুতি, আমাদের একটা ছোট্ট ঘর, ছোট্ট একটা সংসার, আকাশসম পরিমাণ স্বপ্ন কিচ্ছু না!

 

আমাদের রং-চটা দোতলা বাড়িতে এখন ভূত-প্রেতের আগমন ঘটেছে। তারাও বেশ দিব্যি সুখে ঘর-সংসার করছে। কিন্তু কেউ কাউকে ছেড়ে যায় নি।

 

দেয়ালে ঝুলে থাকা আমাদের ছবিতে ধুলো জমে আছে। আর আমরা যেখানে বসে রোজ আকাশ দেখতাম, সেখানে কিছু পিঁপড়ে তার দলবল নিয়ে রাজত্ব শুরু করছে। এসব জানার পরেও তুমি মাঝপথ থেকে ফিরে যাওয়ার জেদ করে বসলে!

 

জানো নিশ্চয়ই? জীবন কারোর জন্য থেমে থাকে না। দিব্যি চলে যায়। আমিও কিন্তু চলছি। আজ মাঝ-রাস্তায় তোমার সাথে দেখা হলে আগের মতো আর তোমার পথ আটকে দাঁড়াই না। অনুভবে বুঝি তুমি ঠিকই আঁড় চোখে তাকাও। আমি কিন্তু ঠিক পাশ কাটিয়ে চলে আসি।

৩৭২জন ২৪৫জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ