অনুতপ্ত

আলমগীর সরকার লিটন ১৭ আগস্ট ২০২০, সোমবার, ১১:২৭:০০পূর্বাহ্ন কবিতা ২৮ মন্তব্য

==========================
আজ অনুতপ্তে আকাশটা ফেঁটে
ঝর্ণা ধারা ঝরচ্ছে-
তবুও এক বিঘা বালুচর নেই-
নেই ঘাসফড়িংর দল
বাতাসের সাথে কিছু গন্ধ প্রণয়ের
হাসি তাও খোঁজে পাই না-
কি করে বুক ভরে নিঃশ্বাস নিবো?

শুভ কামনা নেই- অনুতপ্তের ভাষা
হয় তো বুঝেই না- দিন, মাস,
বছরের পর বছর ক্ষতবিক্ষত
মাটির অনুধারা রক্তের বুক চক্ষু-
রঙধনু উঠুক- আনন্দের বৃষ্টি ঝরুক
উঠানে জলকাঁদা ক্ষণ একটি বার আসুক-
একটা ভাব নামুক; অতঃপর শুদ্ধ করো
মনের যত অনুতপ্তের সব বর্ণগুলো ।

০১ ভাদ্র ১৪২৬, ১৬ আগস্ট ২০
-----------------------------

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ