অনিন্দিতা

অনুশঙ্কর গঙ্গোম্যাক্সিম ২১ নভেম্বর ২০১৩, বৃহস্পতিবার, ০১:২৭:৫৮অপরাহ্ন কবিতা ১৪ মন্তব্য

আকাশ, নদী নাকি মাটি অনিন্দিতা তুমি কোথায় আছ?
লুকিয়েছ কোন গহীন অরন্যে,কোন মানুষীর অন্তরালে।
তোমার খোঁজে কত মরু করেছি পার,
পদতলে রয়ে গেছে কত পারাবার।
কত রাত্রি গেছে পেরিয়ে নিদ্রাহীন নয়নে ,
চোখের কোণে পরেছে কালি তোমার স্মৃতিচারণে --
বর্ষার ঘনঘটা কিংবা বসন্তের উদাস দুপুরে,
লিখেছি সংখ্যাহীন কবিতা ডাষ্টবিন গেছে ভরে।
অনাসৃষ্টির নায়িকা তুমি, মোরে সৃষ্টি করে ধ্বংস করেছ নীরবে।
অনিন্দিতা তুমি কোথায় আছ? আছ কি সুখে?

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ