
সুষম বণ্টনে সজ্জিত পৃথিবীতে আমাদের আহার কই;কেউ তা বলতে পারেনা তাই আমরা অনাহারীত।
সভ্যতার এই শৌখিনতা বিলাসীতার কাছে আমাদের ক্ষুধা কিছুই নয়; তবুও অনাহারে থাকে আমাদের পেট।
সময়ে চাকা ঠিকই চলছে অথচ আমাদের শরীর ঠিকমত চলে না; কারণ প্রতিনিয়ত আমরা থাকছি উপোস।
সমাজপতিরা অনেক টাকা ব্যয় করে জাদুঘরে মমের মমি দেখতে যায়; তারপরও কেউ আমাদের দিকে তাকায় না।
কিন্তু প্রকৃতির জীবন্ত মমি আমরাই; আমাদের হাড় নাড়িভুঁড়ি শুকিয়ে পেট পিঠের সাথে ঠেকে গেছে।
আমাদের এই জীর্ণ-শীর্ণ মমিতে এক ফোঁটাও কোন খাঁত নেই; আছে শুধুই সামান্য কিছু রক্ত নিঃসরণ।
সভ্যতা কিংবা সমাজপতি কোন কিছুই ছুঁয়ে দেখতে পারেনি আমাদের; যা ছুঁয়েছে তা কেবলই অপরিসীম ক্ষুধা।
সৃষ্টির কারোর চোখে পড়ে না আমাদের মমি আকৃতির অবয়ব এই জন্য যে, আমরা কখনো থাকি না অনাবৃত।
১০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
অসাধারণ লেগেছে। অনাহারীকে মোমের মমি দিয়ে কি সুন্দর উপমা দিলেন। ক্ষুধার্ত কে কেউই দেখতে আসেনা কিন্তু কাঠ, মোমের পুতুল দেখতে কত শত অর্থ ব্যয় করে। এটা শুধু সমাজপতিরা নয় , নিজের আত্নীয়রা ও দেখতে আসে না অবহেলিত আত্নীয়দের। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় সুন্দর করে মনের ভাব প্রকাশ করার জন্য।
হালিম নজরুল
প্রকৃষ্ট প্রয়াস। তবে “অনাহারীত” শব্দটির সাথে আমি পরিচিত ছিলাম না।
নিরব সাগর
শব্দটি সম্পর্কে কি মনে হচ্ছে একটু খুলে বলবেন প্রিয়।
শামীম চৌধুরী
সৃষ্টির কারোর চোখে পড়ে না আমাদের মমি আকৃতির অবয়ব এই জন্য যে, আমরা কখনো থাকি না অনাবৃত।
চরম সত্য।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় অভিব্যক্তি প্রকাশ করার জন্য।
সুপায়ন বড়ুয়া
“সুষম বণ্টনে সজ্জিত পৃথিবীতে আমাদের আহার কই;
কেউ তা বলতে পারেনা তাই আমরা অনাহারীত।“
সুষম বন্টন একটি পারিবারিক, সামাজিক , রাষ্টীয় ও বৈশ্বিক সমস্যা।
ভাল লাগলো। শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ অগ্রজ
ফয়জুল মহী
সুপাঠ্য, সুশোভন, শ্রুতিমধুর লেখা
নিরব সাগর
অতি প্রশংসা হয়ে গেল না প্রিয় অগ্রজ ?