কোন মুখ শুকিয়ে কাঠ হয়ে যাক
এমন স্বপ্ন আমি দেখিনা,
ষোল কোটি মানুষ একটি জীবন
ঝরে যেতে দিবে, এমন কথাও ভাবি না।

এসো হে মানুষ ভাই,
এসো হে বাঙ্গালী,
অনামিকাকে বাঁচাতে আবার
আমরা, হাতে হাত ধরি।

অনামিকা বাঁচবে,
আবারো হাসবে,
অনামিকারা আমাদের ভালোবাসার
পুষ্প হয়ে রইবে ফুটে।

অনামিকা মেলবে পাখা
মুক্ত সুখে কইবে কথা।
অনামিকা পেখম মেলে
রুখবে সকল বাঁধা।।

অনামিকাকে রক্ত দিতে পেরে খুব ভালো লেগেছে। আরিফ,মুন্নাসহ সকলকে ধন্যবাদ জানাই অনামিকার জন্য অশেষ পরিশ্রম করে যাওয়ার জন্য।

আসুন সবাই অনামিকার পাশে দাঁড়াই। অনামিকা বাঁচবেই।

অনামিকা এখন কিছুটা সুস্থ আছে।গত আটটি মাস ও ক্যান্সারের সাথে লড়াই করেছে। এখন ওর বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করা দরকার। রক্তের সাথে সাথে দরকার আর্থিক সহায়তা। সমাজের বিত্তবানদের ওর পাশে দাড়ানোর জন্য অনুরোধ।

বিস্তারিতঃ এখানে

অথবা সরাসরি যোগাযোগঃ ০১৭১২৬৮২৪১৬ (জনাব অসিত,অনামিকার ছোট চাচা/কাকা)।

0 Shares

৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ