অনাগত বালিকা

নাজমুল হুদা ১০ জুন ২০১৯, সোমবার, ১২:০০:০৪অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য

শেষ বিকেলের সূর্যের মত
চোখ লাল করে আমাকে দেখো
আমি একটি কবিতা উপহার দিবো।

রংধনুর মত ভিন্ন ভিন্ন রং দিয়ে
কোমল হাতের নখগুলো রাঙ্গিয়ে নাও
আমি একটি কবিতা উপহার দিবো।

পাড়ার লাজুক নববধূর মত
অভিমানে ব্যক্ত অব্যক্ত ভাষা
পাগল,শয়তান ডেকে গালি দাও
আমি একটি কবিতা উপহার দিবো।

ফাল্গুনের হঠাৎ বৃষ্টির মত
একটু নিরাপদ সীমানায় দাঁড়িয়ে
আমার দেওয়া কষ্টে অভিমানী কান্না করো
আমি একটি কবিতা উপহার দিবো।

জীবনানন্দ দাশের চাল ধোঁয়া
কিশোরীর কোমল হাতে আমাকে
আলতো আলতো স্পর্শে আঘাত করো
আমি একটি কবিতা উপহার দিবো!

হে অনাগত বালিকা
স্পষ্ট কিংবা অস্পষ্ট স্বরে
একাকীত্বে সজ্জিত মনের দরজায় কড়া নেড়ে
বলো-- ''শুধু তোমাকেই ভালোবাসি''
আমার কবিত্ব তোমাকেই উপহার দিবো
ভেবে দেখো!

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ