
দাও দাও করা আগুন দেখেছো? বলবে হ্যা
যেটা দেখেছো সেটা কয়লার আগুন;
মনের অনল দেখনি! যেনো অদৃশ্য ইটভাটা!
কথার বারুদ বুঝছো- বলবে হ্যা
সেই বারুদের কারখানা আছে নিশ্চয়, একেই
বলে মনহিংসার বারুদ, কখনো প্রয়োগ
করেছো, বলবে না; মিথ্যা বুঝও, বলবে হ্যা, সেকেণ্ডে
কতবার মিথ্যা বল? আশ্চর্য হয়ে যাবে-
তাই না- যাকে বলে রহস্যময় সময়,জীবনে সিন্ধু ডুবা
অতঃপর ভাবনার শেষ উত্তর জ্বলন্ত অনল।
১৫ ফাল্গুন ১৪২৬, ২৮ ফেব্রুয়ারি ২১
—————————————-
৭টি মন্তব্য
পপি তালুকদার
অনল দাহে পুড়ছে মন
পুড়ছে হৃদয় দেখিবার নাই কেহ!
ভালো লাগলো কবিতা।
আলমগীর সরকার লিটন
জ্বি পপি আপু সুন্দর মন্তব্য মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন
আরজু মুক্তা
জীবন আসলে রহস্যময়।
শুভকামনা ভাই।
ভালো আছেন আপনি?
আলমগীর সরকার লিটন
এই তো বেচে আছি আপু আপনি
দোয়া করি ভাল থাকুন—————
আরজু মুক্তা
আলহামদুলিল্লাহ ভালো আছি
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। রহস্যময় সময়, জীবন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ফাল্গুনী দিদি সুন্দর মন্তব্য মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন