অনন্ত ভালবাসা (Love never can die)

আতা স্বপন ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ০৬:০৬:০৯অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

কখনো হিমালয় হতে পারে সমতল
নদী হতে পারে মরুভুমি
তুমি আমাকে যেতে পারো ভুলে
শুধ ভুলব না আমি।

কখনো বাতাস যেতে পারে থেমে
ফুল যাবে ঝড়ে
হয়তো তুমি দূঢ়ে চলে যাবে
কিন্তু ভালবাসা! রয়ে যাবে চিরতরে।

কখনোবা রবির কিরন ম্লান হয়ে যাবে
আকাশ যাবে মেঘে ঢেকে
ভালবেসে তুমি হয়তোবা হবে অন্যের
তবুও মুছে যাবেনা হৃদয় থেকে।

হে প্রেয়সি রেখ তুমি স্মরন
প্রকৃত ভালবাসার, নেই কভু মরন।
********************************
Sometimes Mountain can flat
River can dry
Sometimes you can love others
But never can I.

Sometimes Air can still
Flower can drop
Sometimes you can long from me
But my love never can stop.

Sometimes Sun can give over shine
Clouds can cover the Sky
Sometimes you can forget me
But never can I.

Be remember my sweet heart
Love never can die.

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ