
দু টাকার সিগারেটের প্যাকেট, একটা কলম, ছিঁড়ে যাওয়া ক’খানা কাগজের টুকরো আর একটা ঘরবন্দি জীবন হলেই তুমি দিব্যি বেঁচে যাও!
এদিকে আমি ঘর ভর্তি পচা-বাসি ভাতের গন্ধে রোজ সংসারটাকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা চালাই। এ ছোট্ট ঘরখানা জুড়ে একটু একটু করে খুচরো পয়সার মতো জমানো ভালোবাসা খুঁজে পাই। অথচ, কিছু না ভেবে তুমি কেমন বললে, মানিয়ে নিতে না পারলে চলে যেতেই পারো!
আমাদের এত বছরের সংসারে আমি আজ অবধি জানতে চাইনি, হ্যাঁ গো আমাদের জীবন কি এভাবেই চলবে? জানতে চাইনি, তোমার লেখা কবিতার মতো তুমি আমায় ভালোবেসে ছিলে তো? জানি মিথ্যে বলবে না। জানতে চাইলে হয়তো বলবে, হ্যাঁ বেশ বাসি তো।
রোজ রাতে আমি ঘুমিয়ে যাবার পর তুমি আমার কপালে চুমু এঁকে বিড়বিড় করে বলে ওঠো, দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি ম্যাগাজিন লিখছি; বই লিখছি। মানুষ আমার লেখা পড়ছে ভালোবাসছে। আর, আমি তোমার জন্য বেঁচে ফিরি!
পরদিন ভোরবেলা থেকে আবার সেই কাটাকুটির জীবন, তোমার তীব্র মেজাজ আর সারাদিন ঘরবন্দি হয়ে আমাদের সুখ দুঃখের আধখানা গল্পের রসদ!
১২টি মন্তব্য
মনির হোসেন মমি
একজন সৎ লেখক কখনো ধনী হতে পারে না তবে তার ভেতর ভালবাসা সমঝতা যদি না থাকে তবে সে প্রকৃত লেখকও হতে পারবে না।
সুন্দর লিখেছেন।
জিনিয়া জুঁই
ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
বাপরে! কবির সাথে আবেগ, অভিমান, ভালোবাসায় মিশেল কবিতা। এমন মানুষকে ছেড়ে যাওয়া যায় না, তবে পরিপূর্ণ সূখও মেলেনা। একটা খচখচানি থেকেই যায়। কবিতা ভালো হয়েছে।
সুপ্রিয় কবি, আমাদের লেখাটেখাও পড়ুন। কি লিখি বললে নিজেকে শুধরে নিতে পারতাম। আমার জন্য বিশেষ সুবিধা। অনেক শুভকামনা 🥰🥰
জিনিয়া জুঁই
অসংখ্য ধন্যবাদ আপু।😅
ভালোবাসা জানবেন❤
আর আপনাদের প্রত্যেকের কাছেই আমি নিতান্ত তুচ্ছ। সবকিছুই সবে শিখছি। দোয়া করবেন। শুভকামনা সবসময়। ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব।
সাবিনা ইয়াসমিন
আধা-আধি গল্পেই দাম্পত্য টিকে থাকে। পূর্ণাঙ্গ গল্পে হয়তো ছন্দ আসে অথবা গল্পের মতো এখানেও সমাপ্তি ঘটে যায়।
খুব সুন্দর লেখা। আরও লিখুন।
শুভ কামনা অবিরাম 🌹🌹
জিনিয়া জুঁই
ধন্যবাদ আপু। ভালোবাসা জানবেন❤
সৌবর্ণ বাঁধন
কবি বা লেখকের জীবন আসলে কেমন এটা বলা কঠিন কাজ। সাবলীল লিখেছেন। শুভকামনা।
জিনিয়া জুঁই
অসংখ্য ধন্যবাদ। শুভকামনা🌸
বোরহানুল ইসলাম লিটন
ব্যস্ততা, মান-অভিমান আর খুনসুটির মাঝে
সুখ ফেরার নামই হয়তো সংসার।
খুব সুন্দর লিখেছেন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
জিনিয়া জুঁই
অসংখ্য ধন্যবাদ।
হালিমা আক্তার
কবি, লেখকের জীবন মনে এরকম ই হয়। স্বপ্ন দেখে সবই হবে। কঠিন যাঁতাকলে সব হারিয়ে যায়। শুভ কামনা রইলো।
জিনিয়া জুঁই
কৃতজ্ঞতা। ভালোবাসা জানবেন❤