অনঙ্গ মানুষ

মানিক পাগলা ৭ মার্চ ২০১৪, শুক্রবার, ১২:৪২:৩৬অপরাহ্ন কবিতা ১২ মন্তব্য

আমি
পৃথিবীর আদর্শে
মানুষ হয়ে বাঁচবো না আর,
ছোঁবো না পাহাড়-মরুভুমি
আর সাগরের ঢেউ,
চাঁদের আলোয়
ফেলবো না আর দীর্ঘশ্বাস,
তারার চাঁদর মুরি দিয়ে
আর ঘুমাবো না
খোলা আকাশের তলে,
অমাবস্যার আঁধার ছুঁয়ে
আর কখনো পথ খুঁজবো না,
পৃথিবীর আদর্শ ধরে
নিজেকে আর কখনো
মানুষ বলব না।

যে মানুষ
বৃত্ত আঁকে পরধির ভেতরে বসে,
আমি সে মানুষ,
পাহাড়-চন্দ্র-নদী-আকাশ
আমার নয়।
দেহ খানি রেখিছি তোমাদের পৃথিবীতে,
বুকে হাত দিয়ে
কথা বলার সাহস আমার নেই,
সাহস পরে আছে
বৃত্তের বাইরে,
বৃত্তের ভেতর
আঁকড়ে পরে আছে এক অনঙ্গ মানুষ।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ