82,696 Wife Mother Photos - Free & Royalty-Free Stock Photos from Dreamstime

আজ ডি সি হিলে প্রাতঃ ভ্রমণকালে কিছু মহিলার কথাবার্তা কানে এল, একজন বলছেন আগেকার দিনে শাশুড়ি বউদেরকে অত্যাচার করতো। আরেকজন বলেন আরে না না অত্যাচার নয় রীতিমত নির্যাতন করতেন আর এখনকার দিনে বউরা শাশুড়িদেরকে মানতেই চায় না। অবশ্য এর বেশি শুনা হল না কেননা তাদের হাটার গতি ছিল আমার থেকে কম।  কেন জানি মনে হল এটা একতরফা কথা। আমার প্রয়াত মাকে কখনো দেখিনি বউদের সাথে দুর্ব্যবহার করতে। অন্যায় আচার আচরণ করতে।  অবিশ্বাস হলে ওনার পুত্র বধূরা আল্লাহ্‌র অশেষ রহমতে এখনো বেঁচে আছেন তাঁরা বা তাঁদের উত্তরসূরিরা আমার কথার ন্যায্য প্রতিবাদ করতে পারেন। আর আজকালকার বউদের ব্যাপারে ঢালাও মন্তব্যও  মানতে আমি নারাজ। ক্ষেত্রবিশেষে এমন যে হয় না তা আমি অস্বীকার করছি না। কেননা আমরা সবাই দোষে গুণে মানুষ আর মানুষের চরিত্র এবং আচার-আচরণও ভিন্ন ভিন্ন ধরণের। সবচেয়ে বড় কথা পরমত সহিষ্ণুতা, ধৈর্য, সহ্য করার ক্ষমতা, একে অপরকে আপন করে নেওয়ার মন মানসিকতা থাকাটাই বউ শাশুড়ির সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বেশী জরুরী। আজকের শাশুড়িরা যদি একটু পেছন ফিরে চিন্তা করেন যে আমিও তো একদিন ওদের মত এ-বাড়িতে নতুন, আনকোরা হিসেবে এসেছিলাম এবং একেবারে ভিন্ন এক পরিবেশ থেকে। তখনকার কথা চিন্তা করে বউদের প্রতি সহনীয়, সহনশীল, ভদ্র, সৌজন্যমূলক,  শোভনীয় এবং নিজের মেয়ের মতো আচরণ করেন আর বধূরা যদি ধৈর্য, সহ্যের সাথে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে তা হলে তো কেল্লা ফতে। বউয়েরা যদি শাশুড়িদেরকে নিজের মায়ের মতো ভাবেন এবং সবকিছু সুন্দরভাবে শেয়ার করেন তাহলে অনেক দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত, অশুভ এবং অনিভিপ্রেত ঘটনা থেকে পরিবারগুলো রক্ষা পেতো।  শুনেছি আমাদের দেশে তো এমনও অনেক বধূ আছেন যারা শাশুড়িকে জ্বালাতন করে পরবর্তীতে ছেলেদের বউদেরকেও জ্বালাতন করেছেন, এজন্য অনেক সোনার সংসার ভেংগে চুরমার হয়ে গেছে, অনেক সংসারে সদা সর্বদা আগুণ লেগেই থাকে। নিজের মেয়ের জন্যে যে আন্তরিকতা, প্রেম ভালোবাসা তা যদি বউদের জন্যেও বরাদ্দ থাকতো আর নিজের মায়ের প্রতি যে শ্রদ্ধা আর ভালোবাসা আছে তা যদি শাশুড়িদেরকে দেয়া হত তাহলে পারিবারিক অশান্তি অনেক কমে আসতো। আসলে কোথাও শান্তি নেই সংসার, সমাজ আর রাজনীতিতেও। প্রতিদিন দেখছেন না আমাদের বড় দুই দলের নেতাদের মধ্যেও বউ শাশুড়ির মতো ঝগড়া লেগেই আছে। ঝগড়া বিবাদ বিস্মাদ হানাহানি খুনোখুনি না করে আসুন না আমরা সবাই মিলেমিশে থাকি। গড়ে তুলি সুখী সুন্দর পরিবার সমাজ আর দেশ।

ছবিঃ সংগৃহীত।

 

 

৪৯৭জন ৩৬৮জন
0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ