অতৃপ্ত ভালোবাসা

মোকসেদুল ইসলাম ১০ ডিসেম্বর ২০১৩, মঙ্গলবার, ১২:০৭:৩৪অপরাহ্ন কবিতা ১৮ মন্তব্য

আমার চাওয়াগুলো না হয় অপূর্ণই থেকে যাক আগের মতোই
তুমি অভুক্ত রেখেছো বলেই তো বার বার ছুটে আসি
ক্ষুধা মেটানোর আশায়
অতৃপ্ত আত্মা নিয়ে ফিরে আসি গোধুলী বেলায়
আবার মিলিত হবো বলে।
ভালোবাসা আজ না হয় অপূর্ণই থেকে যাক
পূর্ণ করে দিও অন্য কোন দিন,
আমি তোমার মনের অলি-গলিতে হেঁটে বেড়াই সর্বদা
সময়ের ঘড়ি আমার কাছে আত্মসমর্পণ করেছে অনেক আগেই
আমার সব্যসাচী হাত একদিন ঠিকই তোমায় খুঁজে নিবে।

1463376_595958343795657_364931915_n

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress