অতৃপ্ত আমি

মাসুদ আলম ১০ জুন ২০১৫, বুধবার, ০১:৪১:৩৩অপরাহ্ন বিবিধ ৮ মন্তব্য

দুর্মর শিলা খন্ডে মন্ডিত, রঞ্জিত মোর রক্তে,

আজ সুসজ্জিত তোমার এই রাজ আট্টালিকা

 

আঁজল ভরিয়া জল পানিবার চাহিয়াছিলাম

অবিশ্বাস এর তীব্র উত্তাপে শুকাইয়া গেল সব,

আমি রহিয়া গেলাম

অতৃপ্ত………

মুক্ত আত্মা খেচর হইয়াছিল রক্তিম গগনে

উড়িয়াছিল বিষমুক্তির উল্লাসে,

পরমেশ্বর ডানা চাপিয়া ধরিলেন……

পুনরায় নিক্ষিপ্ত হইলাম এই ধরন্নামে (ধরণি+জাহান্নাম)

মোর আত্মা রহিয়া গেল

অতৃপ্ত, অপরিশুদ্ধ।

পদতলে বিশাল মরু

উত্তাপের রুদ্র প্রতাপ,

পদচিহ্ন রাখিবার চাহিয়াছিলাম তথায়

উহার অগ্রে হইলাম ধূম্র কুন্ডলি

মোর ছাই হইল তোর রাজটীকা

অতঃপর আমি রহিলাম

অতৃপ্ত…………

গাহিবার চাহিয়াছিলাম গান

গলা চিরিয়া কান্না আসিয়া হইল অম্লান

 

বহু অশ্রু বিসরজিয়াছি আপনি

এই বন্ধুর, কান্তার রাজপথে,

হে পরমেশ্বর ইচ্ছা মোর

কারারুদ্ধ হোক জীবন

নতুবা প্রেম হোক উম্মুক্ত

দরুন আমি আজও

অতৃপ্ত…………

 

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ

Thumbnails managed by ThumbPress