অতপর সোনেলা,,

সাবিনা ইয়াসমিন ৪ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ০৩:০২:৩৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

# সোনেলায় লেখা আরম্ভ করেন,

*হা হা হা, সোনেলায় লিখতে অনেক সাহস থাকতে হবে।

# আরে, কিছুই লাগবে না। সব আমরাই , নিজেদের ব্লগ,এর চেয়ে বড় সাহস আর আছে কি?

* ঠিক আছে দেন আইডি খুলে,,

# কি করবো বলুন,

* আপনি নিজের মনের মত করে দিন। আমাকে শুধু ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেই হবে।

# হুম, হয়ে গেছে এই নেন আপনার আইডির লিংক।

* থ্যাংকু ভেরি মাচ!!

# স্বাগতম

*ইয়েস, সব ঠিক আছে, আমি বুঝাতে পারবোনা, অনেক খুশি হয়েছি, এখন থেকে আপনাদের লেখাগুলো ভালো করে পড়তে পারবো। থ্যাংক্স এগেইন।

# মাথার মধ্যে কিছু কথা গেথে নিন,

* বলুন,,

# সোনেলায় লেখা মানে কোনো নোবেল পুরস্কারের জন্য নয়,

* আর??

# এখানে কোনো পরীক্ষা নয় যে,কারো লেখার ভালো খারাপে পাশ ফেলের কিছু নেই।

* তারপর?

# এটি আপনার বাড়ির উঠোন, যেমন ইচ্ছা তেমন করবেন, লাফাবেন, এক্কা দোক্কা খেলবেন, জোরে গান গাইবেন, মনে যা চায় তাই করবেন। সর্বোপরি এটি আপনার নিজেরও ব্লগ। যা মন চায় তাই লিখবেন।

* হা হা হা, শুনছি বলে যান,

# আমি নেইলকাটার দিয়ে নখ কাটতে পারিনা এটাও কিন্তু লিখেছি, ছোটবেলায় মুরগি ভয় পেতাম, এটাও শেয়ার করেছি। তাই যেমন খুশি তা লিখুন। বলা শেষ।
ও আর একটি কথা আছে,

* কি??

# আপনি আপনার নিজের আনন্দের জন্যে লিখবেন, অন্যের জন্যে নয়।

* আমি নখ কাটতে পারি আর মুরগিকেও ভয় পাই না। সময় ও সুযোগ মতো লিখবো ওকে।

# আচ্ছা লিখুন। আর কোন কিছু বুঝতে সমস্যা হলে নক করবেন। একটুও ভাব্বেন না যে,আমি ভাইয়াকে বিরক্ত করছি। যত ইচ্ছে বিরক্ত করার চেষ্টা করবেন, কিন্তু আপনি সফল হবেন না। অর্থাৎ আমি বিরক্ত হই না।

* ওকে, তবে আমি আগে আপনাদের লেখা পড়বো, অনেকের লেখাতে হয়তো মতামতও দিবো। তারপর নিজে কিছু লিখবো,, ঠিক আছে?

# সেটাই করা উচিত যা আপনি ভাবছেন। আগে পাঠক হওয়া ভালো। অন্যের লেখায় মন্তব্য করে মতামত জানানো উচিৎ, এরপর লেখা।

* আমি আসলে শিখতে চাই, কাউকে জানতে হলে বা বুঝতে হলে তার লেখা পড়তে হবে।

# ঠিক, আপনি লগইন করতে পারেন কিনা জানাবেন। ক্ষুধা লেগেছে, খেয়ে আসি।

*ওকে, শুভরাত্রি।

# আচ্ছা ভালো থাকুন, শুভ রাত্রি।

* অতঃপর আমি “সাবিনা ইয়াসমিন” সোনেলায়।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জিসান শা ইকরাম

১১৫৫জন ১১৫৬জন
10 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ