
The Hallow Men
TS Eliot
==============================
We are the hollow men
We are the stuffed men
Leaning together
Headpiece filled with straw. Alas!
Our dried voices, when
We whisper together
Are quiet and meaningless
As wind in dry grass
Or rats' feet over broken glass
In our dry cellar
Shape without form, shade without colour,
Paralysed force, gesture without motion; ………………
====================================
আমারা ফাঁকা মানুষ
আমরা খড় গোঁজা মানুষ
একসাথে ঝুঁকে আছি
আমাদের মাথার ভিতর খড়!হায়
আমাদের শুষ্ক কণ্ঠস্বর, যখন আমরা
একসাথে ফিসফিস করি
স্তব্ধ ও অর্থহীন
শুকনো ঘাসে হাওয়ার মতো
অথবা যেন ভাঙা কাচের ওপর ইঁদুরের পা
আমাদের শুকনো চোরাকুঠূরিতে,
আকারবিহীন অবয়ব, রংবর্জিত রংস্তর,
অসার শক্তি, গতিবিহীন ইঙ্গিত,…………………
অনুবাদ------মঞ্জুভাষ মিত্র।
-------------------------------------------------------------------------------------
এই কবিতাটির সাথে আমার ভাবনার সামান্যতম সাযুজ্য নেই,এক অর্থে পুরোটাই ভুল ভাবনা, তাও জানি। এই কবিতাটি নিয়ে আলোচনা পড়েছি,শহীদুজ্জামানের।অবুঝ এ মনের কোন থেকে শুধুই উঠে আসে সোনেলা ও সোনেলাদের কথা। এ ত্রুটি মার্জনায় রাখবেন।
“The heart wants
what the heart wants”
আবার ও অন্য একটি উদ্ধৃতি দিলাম। এর থেকে কম বা বেশি, ভাল বা কম ভালো এই মুহূর্তে মনে করতে অপারগ।
***********************************************************************
অতি প্রিয় ফ্রানৎস কাফকা একটি উদ্ধৃতি নীচে দিচ্ছি, আর এ ও বলছি কাফকা যা-কে যেখানে বসে যে উদ্দেশ্যে এই কথাটি বলছেন তার সাথে এই লেখা ভাবনার কোন যোগসূত্র নেই, শুধু এর থেকে এই মুহূর্তে ভাল/মন্দ কিছু বলার শব্দ-ভাষা খুঁজে পাচ্ছি না।
“Such gentle hands and such blood works”
সিডোরে আপনজনদের সাথে শিলা-পাহাড় হয়ে পথ আগলে দাঁড়িয়েছেন। সহজবোধ্য স্বভাবজ বিনয় বদান্যতা, সুষ্ঠ নিপুণতায় স্বচ্ছ-শালীন নয়ন- নৈপুণ্যে অনন্য-লঘু আবেদনে, সে সবই একান্ত আপনার অনায়াস সাধ্যতা।
সোনেলা স্মরণে থাকুন, স্মরণে রাখুন। সাবিনা ইয়াসমিন জি।
Thumbnails managed by ThumbPress
৪২টি মন্তব্য
জিসান শা ইকরাম
এমন কবিতায় সোনেলা স্মরণে আসবেই।
বৈরী সময়ের প্রবল শক্তি, বুদ্ধি দিয়ে তিনি সোনেলাকে দেয়াল রুপে আগলে ধরেছিলেন,
কৃতজ্ঞতা সাবিনা ম্যাডামের উপর আজীবনের।
কত প্রলোভন, কত কান পরামিশ, ফিসফাস,
সব কিছুকে পদদলিত করে তিনি অগ্রাহ্য করে মিশে গিয়েছেন সোনেলার সাথে,
তাঁকে ” সোনেলা ইয়াসমিন ”বলাই যায়।
উৎসর্গ যথার্থ হয়েছে।
শুভ কামনা আপনার এবং সোনেলার জন্য।
ছাইরাছ হেলাল
নুতন নামকরণ চালু করে ফেললেন দেখছি।
তাঁর অবদান স্বীকারে এ লেখা খুব-ই সামান্য।
ভাল থাকুন তিনি, আমাদের-ও ভাল রাখবেন তিনি।
মনির হোসেন মমি
মানুষ সুখের গল্প মনে রাখে না
বেশী ক্ষণ
দুঃখ প্রবাহিত কারণ প্রতিরোধের
স্বরণ থাকে আজীবন।
আমরা তেমনি একটি সময়ে তার সহযোগীতার কথা ভুলবো না,ভুলা যায় না। যথার্থ উৎসর্গ।
ছাইরাছ হেলাল
ভুলে যাওয়ার সব রাস্তা বন্ধ করে ঠায় দাঁড়িয়ে আছেন,
সারাটি পথ জুড়ে।
আপনিও ভাল থাকবেন।
তৌহিদ
সোনেলা যেন ভুলে না যায় সুখে দুখে বিপদে আপদে পাশে দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলির কথা। তিনি সব সয়ে কাণ্ডারি হয়ে পাশে ছিলেন এটাই সবচেয়ে বড় সাহসিকতা ছিলো।
শুভকামনা রইলো তার জন্য।
ছাইরাছ হেলাল
ভুলে যাওয়ার উপায় তিনি রাখেন-নি।
অবশ্যই শুভকামনা তাঁর জন্য।
আপনাকেও শুভেচ্ছা।
মোঃ মজিবর রহমান
সোনেলার বাইরে সোনেলাকে নিয়ে ঘটে যাওয়া ক্রান্তি কালে স্রোতের বিপরীত থেকে সোনেলাকে উদ্দীপ্ত, মানসম্পন্ন, সুন্দর সুন্দর পোস্ট ও মন্তব্য করে সোনেলার গতিপথ সফলভাবে প্রবাহিত করেছেন তাদের মাঝে সাবিনা আপু, তৌহিদ ভাই, ইঞ্জা ভাই, মনির ভাই, বন্যা আপু, নাজমুল আহসান, প্রদীপ দা, আরজু মুক্তা, নাজমুল হুদা, রেহানা বিথি সহ অনেকে। নাম না জানা সকলের উপর ছায়া তারা দুজন। সকলের প্রতি হৃদয় নিংড়ানো ভালবাসা। 💙💚💛💜❤
ছাইরাছ হেলাল
সোনেলা ঋণী হয়ে আছে এমন স্বজনদের কাছে।
অবশ্য-ই সবাইকে শুভেচ্ছা। ভাল থাকবেন।
মোঃ মজিবর রহমান
ঋনি বলবনা, সোনেলার আলোয় তারা স্বমহিমায় উজ্জ্বল নক্ষত্র। সোনেলা একটি খেলার মাঠ এখানে তাদের লেখার মানে তারা উজ্জ্বল। সোনেলায় যারা লেখে তারা সোনেলার মত ওকটি প্লাটফর্ম পাওয়া ও একটি বড় ভাগ্য।
তাই আমরা ওখানে পেয়্বছি আপনাদের মত বড় হ্রিদয়ের মানুসকে। যারা মন দিয়ে আমাদের আগড়ে রেখ্বছেন।
শুভেচ্ছা অবিরত আপনাদের দুজনের প্রতি।
আপনাদের বড় মন ঠাই সিয়েছেন।
ছাইরাছ হেলাল
আপনাকে অনেক ধন্যবাদ, সব সময়-ই সাথে থেকেছেন।
আপনাকেও আবার শুভেচ্ছা। আপনারাই সোনেলার প্রাণ।
রেহানা বীথি
সোনেলা ইয়াসমিনের জন্য প্রাণভরা ভালোবাসা। কী অপূর্ব নিবেদন, ছাইরাছ হেলাল ভাই!!
ছাইরাছ হেলাল
ক্ষীণ সামর্থ নিয়ে এর বেশি তো আর লিখতে পারিনি।
শুভেচ্ছা আপনাকেও।
হৃদয়ের কথা
ভিন্ন ধরনের শুভেচ্ছা পোস্ট। সোনেলা আর সাবিনা ইয়াসমিন ম্যাম একে অন্যের হয়ে গিয়েছে। তিনি যে সোনেলা অন্ত প্রান তা তার লেখা, মন্তব্য, ব্লগে একটিভিটি দেখলেই বোঝা যায়। সাবিনা ইয়াসমিন ম্যামকে অন্তরের অন্তস্থল হতে শুভেচ্ছা।
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি এমন এক শুভেচ্ছা পোস্ট দেয়ার জন্য।
ছাইরাছ হেলাল
আপনার যথার্থ শুভেচ্ছা অবশ্য-ই তাঁর কাছে পৌঁছে যাবে।
তিনি ইতমধ্যেই প্রমাণ রেখেছেন সোনেলা-অন্ত-প্রাণের।
আপনাকেও শুভেচ্ছা।
ইঞ্জা
সত্যিই তাই, সোনেলার উপর যখন ঝড় বয়ে যাচ্ছে তখন মহিরুহর মতো অবিচল ছিলেন আমাদের সাবিনা আপু, এই জন্য অবশ্যই সাবিনা আপু ধন্যবাদ ও শ্রদ্ধার পাত্রী, ধন্যবাদ ছাইরাস হেলাল ভাইজানকে সুন্দর লেখাটি আমার প্রিয় বোনটিকে উৎসর্গ করার জন্য। 😊
ছাইরাছ হেলাল
কোন কোন ক্ষেত্রে সে ঝড়ের কথা আপনি আমার থেকেও ভাল জানেন, ভাই।
আমি শুধু ঋণ স্বীকার করছি মাত্র।
ভাল থাকবেন আপনি।
ইঞ্জা
শুভেচ্ছা ভাই।
ছাইরাছ হেলাল
আপনাকেও।
রেজওয়ান
অসাধারণ ছিলো ডেডিকেশনটা❤
ছাইরাছ হেলাল
পড়ার জন্য অনেক ধন্যবাদ।
রেজওয়ান
ভাল ও সুস্থ থাকুন সব সময় ভাই😇
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন অবশ্যই।
আরজু মুক্তা
হেলাল ভাই, আপনার ঐ কোটেশনের বাংলাটা যদি এমন হয়,” হৃদয় যা বলিতে চায়, বলিতে পারেনা!” আসলেই প্রিয় মানুষকে নিয়ে বেশি কিছু বলা যায় না।
উনি সুস্থ থাকুন, ওনার পদচারণায় মুখরিত হোক সোনেলা, এটাই কাম্য!
শুভকামনা🌹
সঞ্জয় মালাকার
মানুষ সুখের গল্প মনে রাখে না
বেশী ক্ষণ
দুঃখ প্রবাহিত কারণ প্রতিরোধের
স্বরণ করে আজীবন।
উনি সুস্থ থাকুন সব সময় এ কামনা করি।
ছাইরাছ হেলাল
অবশ্যই তার মঙ্গল কামনা করি।
ছাইরাছ হেলাল
অবশ্যই তাঁর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।
উহ্, ঐ কোটেশনে না বোধক কোন বিষয় নেই।
আপনার ভাবনার জন্য অবশ্যই ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
ভাগ্যিস আপনি প্রথম ছত্র গুলোর অনুবাদ নিজেই সংগ্রহ করে দিয়েছেন। নয়তো আমি এই কবিতার মাথামুণ্ড কিছুই বুঝতাম না! ইংরেজি কবিতার ট্রান্সলেট করতে গিয়ে কি না কি বানাতাম আল্লাহ মালুম!! 🙂
ছাইরাছ হেলাল
মজার ঘটনা বলি। এই কবির কবিতা পড়ার আগে এই কবির কবিতা ও অন্য অনেক বিষয়
নিয়ে আগে সামান্য পড়াশোনা করেছি। এই কবিতাটি পছন্দ হয়েছে বলে কপি পেস্ট দিলাম!
আপনি হয়ত অনেক সুন্দর কিছু বানাতেন, যা আমরা পারিনি, সোনেলা ইয়াসমিন জি!
সাবিনা ইয়াসমিন
কাফফা সাহেবের উক্তিটা মনে গেঁথে রাখার মতো! মানুষের অন্তরের মৌলিক অনুভবটা কত সহজে বলে দিলেন! এতো অল্পে এই বিশালতা তিনি কেমন করে ধারণ করেছেন!
“The heart wants
what the heart wants”
মন চায়
মন যা চায়!!!!!
ছাইরাছ হেলাল
মোক্ষম অনুবাদ।
এটি কাফকার নয়, এত্ত লৌড়ালৌড়ি করেলে তো এমন করে পা হড়কে যাবে!
সাবিনা ইয়াসমিন
আরে তাইতো ! দৌড় বেশি হয়ে গেছে। আরেক জনের জিনিস কাফফার উপর চালান দিয়ে ফেলেছি!! এখন কি এটার জন্যে আমাকে কাফফারা দিতে হবে?!!
ছাইরাছ হেলাল
কার ঘাড়ে ক’টা মাথা! যে কাফফারা চাইবে!
সাবিনা ইয়াসমিন
সাবিনা জি, কবিতা জি, জ্বী জ্বী, সোনেলা জি আর কতো জি এর চড়কায় ঘুরাবেন মহারাজ ! শুনেছি রাজ-দরবারের পদবী গুলো বেশ রাজকীয় হয়, এখন দেখছি উঠোনেও এর প্রচলন কম না। অনাহারক্লিষ্ট প্রজাকে হস্তি উপহার দেয়ার মতো হয়ে গেলো ব্যাপারটি। এখন এই হস্তি কিভাবে সামাল দিবো বলুনতো ;?
ছাইরাছ হেলাল
“সাবিনা জি, কবিতা জি, জ্বী জ্বী, সোনেলা জি আর কতো জি এর চড়কায় ঘুরাবেন মহারাজ ! শুনেছি রাজ-দরবারের পদবী গুলো বেশ রাজকীয় হয়, এখন দেখছি উঠোনেও এর প্রচলন কম না।”
‘সহজবোধ্য স্বভাবজ বিনয় বদান্যতা, সুষ্ঠ নিপুণতায় স্বচ্ছ-শালীন নয়ন- নৈপুণ্যে অনন্য-লঘু আবেদনে, সে সবই একান্ত আপনার অনায়াস সাধ্যতা।’
আমার লেখার কপি-পেস্ট চালিয়ে দিলেন!!
এই ট্যাস অনাহার আমাদের একটু দিলে না হয় পেটপুড়ে খেয়ে-টেয়ে হাতি সামলানো রেছেপি
নিয়ে আমরা একত্রে ভাবতে বসতাম।
সাবিনা ইয়াসমিন
হায় পিতিবী! তুমি এখনো পাতালে কেন? বিদায় নেয়া খুবই জরুরী হয়ে যাচ্ছে 🙇
মহারাজ, তাড়াতাড়ি রাজভোগ বিলিয়ে দিন। একটা গতি না হলে দূর্গতি কমবে বলে মনে হচ্ছে না। 🙁
ছাইরাছ হেলাল
রাজভোগের না হোক কদমার ঠিকানা বলে দিলেও পারতেন!
আরও লেখা দিচ্ছেন না কেন!
অশোকা মাহবুবা
‘সোনেলা ইয়াসমীন’ কি মিষ্টি একটা নাম! খুব পছন্দ হয়েছে। সোনেলা তো ভাগ্যবান এমন একজনকে পেয়ে। আর এমন আন্তরিক কারও জন্য এরকম উৎসর্গপত্রই যেন উপযুক্ত। সাবিনা আপুর মত একজন সুন্দর মনের মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য সোনেলাকে ধন্যবাদ। ভালো থাকুন আমাদের ‘সোনেলা ইয়াসমিন’
ছাইরাছ হেলাল
অবশ্যই ভাগ্যবান ভাবছি আমরা নিজেদের তাঁর স্ব-উজ্জ্বল মহিমার আলোকে।
যা ভাবি তাই বলার চেষ্টা নিয়েছি মাত্র, এর বেশি কিছু না।
অন্যরা হয়ত এর থেকেও ভাল করে ভাল ভাবে লিখবেন, সে আশা করি।
নু্তন লেখা দিয়ে ফেলুন।
সাবিনা ইয়াসমিন
অশোকা আপু, মহারাজের হুকুম অমান্য করা যাবেনা। নূতন / নতুন লেখা দিন। পড়বো 🙂
ছাইরাছ হেলাল
হুম, আমরা পড়তে চাই-ই।
নিতাই বাবু
আমাদের সোনেলায় সাবিনা ইয়াসমিন দিদিকে কবে থেকে চিনি, তা বলতে না পারলেও; সাবিনা ইয়াসমিন দিদিকে ফেসবুক থেকে চিনি। তিনি সাবিনা ইয়াসমিন দিদি, ফেসবুকে আমার করা একটা পোস্ট দেখামাত্র মন্তব্যে বলতেন, “দাদা, ব্লগে কেন পোস্ট করেনা না?” ব্লগের প্রতি সাবিনা দিদির এরকম আন্তরিকতা এ-ই ব্লগের অনেকের মাঝে আছে ঠিক, কিন্তু দিদির মতো এতো বেশি আন্তরিকতা অনেকের নেই।
সাবিনা ইয়াসমিন দিকে শুভেচ্ছা জানিয়ে পোস্টদাতা হেলাল দাদাকে ফুলেল শুভেচছা জানাচ্ছি।
ছাইরাছ হেলাল
ব্লগে তাঁর তুলনা তিনিই। এই বিরল আন্তরিকতার কাছে ব্লগ/আমরা ঋণী।
আপনাকেও ধন্যবাদ অনেক।