তারপর

মাছুম হাবিবী ২৬ অক্টোবর ২০১৯, শনিবার, ০২:৩২:০০পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

অর্ধগলিত রাতে বিল্ডিং এর আলোগুলো নিভে আসলে
নিভে যায় ক্যাসিনো মাতানো হোস্টেলের নিয়ন আলো!
কিছু ছারপোকা আর আরশোলা ঝগড়া করে
রঙিন ল্যামপোস্টের আলোতে!
অতঃপর শহরে নেমে আসে একঝাক মুখোশপরা
অমানুষ। রাতের আধারে
চুষে চুষে খায় বেশ্যাসহ পবিত্র স্তনের দুধ!
আমরা তখন কাঁথা ঝাপটে গভীর ঘুমে বিভোর
ঠিক সেই মুহূর্তে ধর্ষণ করা হয়
বাংলাদেশ নামক এক যুবতীকে!
ঠিক সেই মূহুর্তে হত্যা করা হয় স্বাধীনতা নামক
এক টগবগে যুবককে।
তারপর,
অমানুষরা ঘরে ফিরে। আর আমরা
সকাল হলে খবরের কাগজ কিংবা নিউজে শুনি
গতকালরাতে একটি স্বাধীন দেশকে হত্যা করা হয়েছে!

রচনাঃ ২৪/১০/২০১৯

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ