কবিতা,কাকে নিয়ে লিখি?
বিশ্বাস কর ‘বাবা‘কেউ নেই,
আমার ‘বাবুটা’তুমিই তো আমার সব।
প্রেম ছিলো না কোনকালে কারো সাথেই!
তুমিই আমার প্রথম শেষ সবকিছু
জান‘ সোনা‘রাগকরনা?
এই মাথায় হাত দিয়ে বললাম-
কবিতা আমার কল্পনা ছাড়াআর কিচ্ছু না।
বিশ্বাস হলোই না, তাহলে আর কি করার?
তুমি জীবনে প্রেম করনি,
কারও দিকে তাকাও নি তাই বলছ?
নাকি তোমাকে পাত্তাই দেয়নি বা প্রেম করার যোগ্যতাই ছিলনা কিংবা অসুস্থ তুমি।
তাই আমায় এত সন্দেহ তোমার!
হ্যাঁ!তোর যোগ্যতা ছিলনা কাউকে আপন করার,আপন করতে জানিস তুই।
আমি অনেকের ভীড়ে একজনকে বেছে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়িয়েছি, দুর্নাম হয়েছে,রটনা হয়েছে,লোকে কানাকানি করেছে তোর কোন সমস্যা?
আজও তাকে নিয়েই লিখি।
কি করবি ছেড়ে যাবি? যা,
আমরা কবেই বা কে,কাকে ধরেছিলাম।
আমি মরে যাচ্ছি না তোর জন্য বরং অভিনয় করতে হবে না আর!
লোকদেখানো ভালো বাসা বাসির ঢং।
আমার অতীত যদি তোর সমস্যা হয়,
তাহলে তুই গেলেই বাঁচি?????
১৪টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু।
আমরা নিজেদের অতিত লুকাতে বব্যস্ত থাকি বিশেষ করে বর বা বউ এর কাছে কিংবা অনঅন্যকেও হতে পারে।অতীত আসলে জীবনের একটা বড় অংশ । তাই এটাও বেঁচে থাকার অংশ। লুকোচুরি করলেই সমস্যা আরও বাড়ে।এটা আমার একানত অনুভূতি।
খাদিজাতুল কুবরা
আপু মেয়েরা লেখালেখি করলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। ঘরে বাইরে।
তবে আমার বিশ্বাস অতীতেেে চেয়ে ও বর্তমান মূল্যবান।
একজন পুরুষ লেখক লেখালেখি এবং সংসার দিব্যি আরামে করতে পার?
নারী লেখকের কবিতার ‘তুমির’ ঠিকুজি কুষ্ঠিি সহ জানতে চায় ঘরে বাইরে সবাই।
ভালো লাগলো এমন একটি পোস্ট দেওয়ার জন্য।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ আপু।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন একটি অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। নারীরা লিখলেই হাজার টা কৈফিয়ত দিতে হয়, কথা শুনতে হয় । নারীরা কোন পেশা , নেশাতেই ভালো নেই। লেখালেখিতেও বিধিনিষেধ! ভালো লাগলো আপু। শুভ কামনা রইলো
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ।
তৌহিদ
কবিতা লিখতে অতীতকে প্রয়োজন যারা এমনটা ভাবেন তারা বোকা। একজন মানুষের অতীত থাকতেই পারে। এটাই স্বাভাবিক।
সে নারী হলে তা প্রশ্নবিদ্ধ আর পুরুষ হলে সাত খুন মাফ তাতো হতে পারেনা। পুরুষ শাষিত সমাজে নারী এখনো অবহেলিত। মনের কথা সাজিয়ে দু লাইন লিখতে গেলেও হেয় হতে হয়।
এই সমাজে ভালো কিছু করতে গেলে প্রশ্নবিদ্ধ হবেই। এসবে কান দেয়া যাবেনা আপু। নিজের মত থাকুন। যারা আপনজন তারা অবশ্যই বুঝবেন।
শুভকামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু।
মেয়েরা সেদিনই নিজের মত করে চলতে পারবে যেদিন আপনার মত অনেকগুলো ভালো মনের মানুষ তৈরি হবে। ভালো থাকবেন ভাইয়া।
তৌহিদ
কমপ্লিমেন্টের জন্য ধন্যবাদ আপু। যদিও আমি এতটা উদারমনা হয়তো নিজেও হতে পারিনি। আমার সমাজ আমাকে বাঁধা দেয় বলেই।
ভালো থাকুন।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমার অতীত যদি তোর সমস্যা হয়,
তাহলে তুই গেলেই বাঁচি?????—- অতীত নিয়ে এতো সমস্যা কেন। যাক চলে যাক।
সুন্দর লেখা। শুভেচ্ছা।
রোকসানা খন্দকার রুকু।
ধন্যবাদ অনেক ধন্যবাদ।
ফয়জুল মহী
গভীর চিন্তা ভাবনা সম্বলিত রচনাশৈলী।
রোকসানা খন্দকার রুকু।
আমি ভালো লিখতে পারিনা।তারপরও চেষ্টা করি ভালো লাগে। ভালো থাকবেন।
মাছুম হাবিবী
লেখাটি ভালো ছিল, তারপরও আরো গুছিয়ে লেখার চেষ্টা করুন। গুছালো সবকিছু সুন্দন
শুভ কামনা
রোকসানা খন্দকার রুকু।
হ্যাঁ অবশ্যই॥ পরামর্শ দেবার জন্য ধন্যবাদ।