
তোমার চোখে মুগ্ধতার ঝিলিক স্পষ্ট্য,
উত্তপ্ত লাভার মতো মুখের তুলতুলে ঢং,
হাজারো অনুচ্চারিত শব্দের ভারে কম্পিত ঠোঁট,
ঘন ঘন নিঃশ্বাসের সাথে অবিরত চোখের পলক,
দেহের ছন্দে দুলে দুলে উঠে লুকানো প্রত্যাশা !
কি দেখছো অমন করে ?
এ যে শুধুই দেহ পিঞ্জর !
রঙ্গিন ঝিনুকের খোলসের মতো কিছু একটা মাত্র।
আমার চোখ, কান, নাক হাজারো মানুষের চেয়ে সুন্দর,
অন্যদিকে, কোটি মানুষের তুলনায় জঘন্য-
তারই’বা কতটা দেখেছো তুমি ?
কেমন করে, কখনই বা দেখলে ?
যখন রূঢ়তার চরম সীমা লংঙ্ঘন করে যায় আমারই স্বত্ত্বা-
তখন কি দেখেছ অনাকাঙ্খিত অবয়ব ?
প্রকাশের ভয়ে সত্য লুকিয়ে যখন মিথ্যেটাকে রং পেন্সিলে আঁকি-
তখন কি গুনেছ দ্রুততর চোখের পলক ?
তবে কিসের লালসায় কাটিয়ে দিচ্ছো নির্ধারিত মুহুর্তগুলো
এ যে শুধুই দেহ পিঞ্জর !
হয়ত এখনও অস্পষ্ট হয়ে আছে,
লোভ লালসার কোন এক অদৃশ্য মুখোশের আড়ালে।
ও আচ্ছা,
মিলিয়ে দেখছো আমি আর আমার প্রোফাইলের ছবিটা ?
সে যে একই রকম হবে-
যতটা বেছে বেছে আপলোড হয় ওখানে;
ততটা ভেবে চিন্তে আজও জড়িয়েছি বস্ত্র-
কিন্তু আমারও তো ঘাম ঝড়ে, পিঠ ভিজে আবার শুকায়।
যদি ভেবে নিচ্ছ,
কফির নিমন্ত্রনে তোমার উল্টোদিকের আসনে “এই আমি”
এমনি ফরমালিন মারা চির সবুজ,
হাহাহা- ভুল ভাবছো সুন্দরী ।
এ যে শুধুই দেহ পিঞ্জর !
আসলে,
পারফিউমের আড়ালে ঘামাচি,
আর হাসির আড়ালে আমার আসল পরিচয়- অনেক দুর।
তবে ঐ সাদা ফুলটা দাও-
বন্ধুত্বটা আরও কিছুদিন থাকলে যতটা জানবে বাস্তবতায়,
তখন লাল গোলাপটা শুকাতে দিও ডাইরির ভেতরের পৃষ্ঠায়।
অনবদ্য যৌবনে, কৈশরী অনুভবে কেন কিনতে চাইছো- চিপস এর বদলে “মোড়কের রংচটা বিজ্ঞাপন”
চকচকে খোলসের মোহে,
কেন একটা লাল গোলাপ হারাবে অজান্তে !?
-০-
কালেক্টেড ছবি
৭টি মন্তব্য
সঞ্জয় মালাকার
শুভ সকাল শ্রদ্ধে বাবুভাই, দিনের আলোয় চকচকে হয়ে প্রতিটা সময় //
ভালো থাকুন সারাদিন শুভ কামনা।
চকচকে খোলসের মোহে,
কেন একটা লাল গোলাপ হারাবে অজান্তে !?
রেহানা বীথি
অজান্তে ভুল হয়ে যায় কখনও কখনও।
খুব সুন্দর লিখেছেন।
সুপর্ণা ফাল্গুনী
কিন্তু আমারও তো ঘাম ঝড়ে, পিঠ ভিজে আবার শুকায়।
যদি ভেবে নিচ্ছ,
কফির নিমন্ত্রনে তোমার উল্টোদিকের আসনে “এই আমি”
এমনি ফরমালিন মারা চির সবুজ,
হাহাহা- ভুল ভাবছো সুন্দরী ।
এ যে শুধুই দেহ পিঞ্জর !
আসলে,
পারফিউমের আড়ালে ঘামাচি,
আর হাসির আড়ালে আমার আসল পরিচয়- অনেক দুর। বাস্তবতা এমনি সত্য। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
ফয়জুল মহী
চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
মনির হোসেন মমি
পারফিউমের আড়ালে ঘামাচি,
আর হাসির আড়ালে আমার আসল পরিচয়- অনেক দুর।
চমৎকার কাব্যিক অনুভুতি।অজান্তেই অনেক কিছুই হয়ে যায়।
তৌহিদ
ছবি আর বাস্তবতা এক নয়। এই জন্যেই ছবি দেখে কাউকে পছন্দ করার মানে বিপদসংকেত হতে পারে কিন্তু!!
ভালো লিখেছেন ভাই।
সুপায়ন বড়ুয়া
“আসলে,
পারফিউমের আড়ালে ঘামাচি,
আর হাসির আড়ালে আমার আসল পরিচয়- অনেক দুর।“
কবিতার মাধ্যমে বাস্তবতা
তুলে এনেছেন।
ভাল লাগলো। শুভ কামনা।