
চেয়েছিলাম আমার জীবনের প্রথম প্রেমিক পুরুষ তুমিই হবে
প্রেমিক পুরুষ!
অথচ তুমি হলে এক তৃষ্ণার্ত যাযাবর, দিকভ্রষ্ট, স্বার্থপর প্রেমিক,
যে কিনা হাজার নদীতে নোঙ্গর ফেলে মিথ্যে আর নিছক আলোর সন্ধানে হাতড়িয়ে মরে,
সাতার কাঁটে অস্বচ্ছ পানিতে পদ্মে ভাসা কাকভেঁজা জল ফড়িং এর ন্যায়!
এভাবেই কেটে যায় তোমার সময় তবুও মেলে না আলোকিত অলিন্দ।
এভাবেই অবিরাম ছুটে চলেছো মিথ্যে আলোর পিছনে ভন্ড সুফি দরবেশের মতো!
তোমায় ছদ্মবেশে বেজায় লাগে!
মনে আছে সেইসময় আমার প্রেমও প্রস্তুত ছিলো!
যজ্ঞের যোগানও ছিলো, আমি একাকী তিমির জেগে ভালোবাসা বুনেছিলাম শুধু তোমার জন্য।
কিন্তু তোমার হৃদয়ে আমার জন্য বাসা বেঁধেছিলো স্বার্থের নোনতা স্বাদ।
অবশেষে তুমি বুনোহাসের মতো জল ঘোলা করে চলে গেলে আবার নতুনত্বের অন্বেষনে
হারিয়ে ফেললাম তোমায় অন্ধকার কুঠুরিতে।
মাঝে কেটে গেলো বহুবছর।
আঁচমকা ভীরের মাঝে ব্যস্ততম নগরীর সেই চিরচেনা রাস্তায় অপ্রত্যাশিতভাবে আমাদের আবার দেখা হলো!
আমি একটুও চমকিত হলাম না, অশ্রুজলে ভাসলামও না।
তবে চোখের কোনে বালুর চিকচিক অনুভূতি খানিক টের পেলাম।
শুধু এটুকু বুঝলাম তোমাকে দেখার আনন্দে আমার আগের মতো হৃৎস্পন্দন বেড়ে যাবার বদলে থেমে গেলো!
এ যেন এক ভয়ানক অস্বস্তিকর অনুভূতি!
তোমার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকার ভীষন আশ মেটানোর থেকে
নিজেরই নিজেকে লুকানোর প্রয়োজন আজ বড্ড বেশি মনে হলো।
পথ পেঁড়িয়ে খানিক এগিয়েই ভিতর ভিতর কম্পিত, শিহরিত অনুভূতিতে অনুভূত হলাম !
আজ টিনের কৌটার আওয়াজেও ভাঁটা পড়েছে।
চেনা টিনের কৌটায় অচেনা সুরের টুং টাং আওয়াজে শুধু ভেসে যাচ্ছি অজানা গন্তব্যে।
ছবিঃ নেট থেকে।
১৭টি মন্তব্য
বন্যা লিপি
ফাস্টু হইতে হাজিরা দিলাম।
রেজওয়ানা কবির
ফাস্টু হওয়ার জন্য ধন্যবাদ আর ভালোবাসা আপুনি❤️
রোকসানা খন্দকার রুকু
ওরে মোর টিনের কৌটা এ দেহি তুমারও আছে।
” বাজে মোর টিনের কৌটা টুংটাং, বাজাইতে নিয়ে যাবি কে আমারে,, ও আমার টিনের কৌটারে”।
প্রতারক প্রেমিক বহুবছর পরে নয়, সবসময় বিরক্তিকর। কবিতা সুন্দর হয়েছে 🥰🌹
রেজওয়ানা কবির
হুম তোমার টিনের কৌটা দেখেই মনে হলো দেখি একবার আমার টিনের কৌটার কি অবস্থা🥰তবে আগের মত বাঁজে না বইন😭ঠিকই বলছো,প্রতারকরা সব সময় একই ভূমিকায় থাকে।
ধন্যবাদ আর শুভকামনা আপু❤️।
মনির হোসেন মমি
মন থেকে একবার যদি মনের মানুষ উঠে যায় তখন আর তা পূর্বাবস্থায় ফিরে আসে না।যদিও আসে তাতে ভালবাসার ঘাটতি থাকে।
সুন্দর হয়েছে কবিতা।
রেজওয়ানা কবির
ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। যা যায় তা আর একইরুপে ফিরে আসে না ভাইয়া। সবসময় শুভকামনা।
সৌবর্ণ বাঁধন
প্রেম কিংবা তার সন্ধানে গোলকধাঁধায় বারংবার আবর্তন মানুষের অলঙ্ঘ্য নিয়তি! তারা বারবার আলো খুঁজে মরীচিকায় গিয়ে ঘুরপাক খায়, তবুও ঘুরপাক খাওয়াই হয়ত জীবন। উপমাগুলো খুব সুন্দর।
রেজওয়ানা কবির
ঘোরপাকেই তো বিভোর হয়ে হন্যে হয়েই ছুটে চলি আমরা। এইতো জীবন। ধন্যবাদ আর শুভকামনা ভাইয়া।ভালো থাকবেন।
হালিমা আক্তার
একের প্রেমে যার মন ভরে না। যাচে বহুজন। সে আমার কেউ নয়। অচেনা যেন রয়। খুব ভালো লাগলো। শুভ কামনা রইলো।
রেজওয়ানা কবির
এইজন্যইতো খোঁজে তারা বার বার নতুন জায়গা।তবুও তাদের মন ভড়ে না। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য। শুভকামনা।
সাবিনা ইয়াসমিন
ভন্ড, দিক ভ্রষ্ট, স্বার্থপর.. সর্বপরি যাযাবর, সে আবার প্রেমিক হয় কী করে! এরাইতো প্রতারক।
যখন কোন মানুষের ভেতর-বাহির একই সাথে দেখে ফেলা যায় তখন নিজের মনের মাঝে তাকে নিয়ে আর কোন অস্বচ্ছতা থাকে না।
এই উপলব্ধি গুলোই নিজেকে নতুন করে চিনিয়ে দেয়, নিজেকে নতুনরুপে ফিরে পাওয়ার মাঝে ভিন্নরকম শিহরণ থাকে বৈকি।
বানানের ব্যাপারে সতর্ক হতে হবে।
শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
স্বার্থপর রা প্রেমিক না হলেও আমরা ভুল করে প্রেমিক ভেবে বসি তারপরেই তো ঘটে,,,,,
শুভকামনা আপু❤️
বানান বার বারই ভুল হচ্ছে আপু,ঠিক করব।।।
জিসান শা ইকরাম
এমন ভন্ড প্রেমিক হতে একশত কিলোমিটার দূরে থাকতে হবে, মানষিক ভাবেও।
লেখা ভালো লেগেছে।
শুভ কামনা
রেজওয়ানা কবির
হুম ভাইয়া এর চাইতে একা থাকা অনেক ভালো। ধন্যবাদ আর শুভকামনা।
রেজওয়ানা কবির
হুম ভাইয়া এরকম ভন্ড প্রেমিক থেকে মানসিকভাবে দূরে থাকাই উচিৎ। ধন্যবাদ আর শুভকামনা ভাইয়া।ভালো থাকবেন।
রিতু জাহান
এই টিনের কৌটাই আজ খুঁজুম,, দেখি তো এতো সুন্দর সুর ওঠে কি না!
যদিও একটা আছে ঘরে, মুড়ি দেখি নেতিয়ে যায়৷ বোঝা যাচ্ছে হাওয়া তার নিত্য আসা যাওয়ার পথ খুঁজে পেয়েছে।
চমৎকার লিখেছেন আপু।
রেজওয়ানা কবির
হা হা হা🥰🥰🥰
যা বলেছেন আপু,খুঁজে দেখুন পেয়েও যেতে পারেন এই টিনের কৌটাটা😃
তবে আপনার টিনের কৌটায় হয়ত সুর তার গতি ঠিকই রাখবে! শুভকামনা, ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।