চেয়েছিলাম আমার জীবনের প্রথম প্রেমিক পুরুষ তুমিই হবে

প্রেমিক পুরুষ!

অথচ তুমি হলে এক তৃষ্ণার্ত যাযাবর, দিকভ্রষ্ট, স্বার্থপর প্রেমিক,

যে কিনা হাজার নদীতে নোঙ্গর ফেলে মিথ্যে আর নিছক আলোর সন্ধানে হাতড়িয়ে মরে,

সাতার কাঁটে অস্বচ্ছ পানিতে পদ্মে ভাসা কাকভেঁজা জল ফড়িং এর ন্যায়!

এভাবেই কেটে যায় তোমার সময় তবুও মেলে না আলোকিত অলিন্দ।

এভাবেই অবিরাম ছুটে চলেছো মিথ্যে আলোর পিছনে ভন্ড সুফি দরবেশের মতো!

তোমায় ছদ্মবেশে বেজায় লাগে!

মনে আছে  সেইসময় আমার প্রেমও প্রস্তুত ছিলো!

যজ্ঞের যোগানও ছিলো, আমি একাকী তিমির জেগে ভালোবাসা বুনেছিলাম শুধু তোমার জন্য।

কিন্তু তোমার হৃদয়ে আমার জন্য বাসা বেঁধেছিলো স্বার্থের নোনতা স্বাদ।

অবশেষে তুমি বুনোহাসের মতো জল ঘোলা করে চলে গেলে আবার নতুনত্বের অন্বেষনে

হারিয়ে ফেললাম তোমায় অন্ধকার কুঠুরিতে।

মাঝে কেটে গেলো বহুবছর।

আঁচমকা ভীরের মাঝে ব্যস্ততম নগরীর সেই চিরচেনা রাস্তায় অপ্রত্যাশিতভাবে আমাদের আবার দেখা হলো!

আমি একটুও চমকিত হলাম না, অশ্রুজলে ভাসলামও না।

তবে চোখের কোনে বালুর চিকচিক অনুভূতি খানিক টের পেলাম।

শুধু এটুকু বুঝলাম তোমাকে দেখার আনন্দে আমার আগের মতো হৃৎস্পন্দন বেড়ে যাবার বদলে থেমে গেলো!

এ যেন এক ভয়ানক অস্বস্তিকর অনুভূতি!

তোমার মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকার ভীষন আশ মেটানোর থেকে

নিজেরই নিজেকে  লুকানোর প্রয়োজন আজ বড্ড বেশি মনে হলো।

পথ পেঁড়িয়ে খানিক এগিয়েই ভিতর ভিতর কম্পিত, শিহরিত অনুভূতিতে অনুভূত হলাম !

আজ টিনের কৌটার আওয়াজেও ভাঁটা পড়েছে।

চেনা টিনের কৌটায় অচেনা সুরের টুং টাং আওয়াজে শুধু ভেসে যাচ্ছি অজানা গন্তব্যে।

ছবিঃ নেট থেকে।

 

0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ