অজানারা

ছাইরাছ হেলাল ৮ এপ্রিল ২০১৪, মঙ্গলবার, ০৮:০৬:৪১অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

এই তো এই সেদিন বইয়েরা আমায় এন্তার অভিযোগ জানাল, বেজায় রাগ তাদের, ভারী যন্ত্রণায় বিস্তর কষ্ট পাচ্ছে তারা, না না কোন মামুলি যা-তা বা হেলাফেলার যে-সে অভিযোগ নয়। অভিযোগ গুরুতর - আমি নাকি বেশুমার এড়িয়ে চলি, ডাকলে না শোনার ভান করে বাউলি কেটে ভেগে যাই, খুবই হামবড়া এলেমদারের ভাব নেই,কীসব লিখে-টিকে গদ্যময় পৃথিবী এ-ফোঁড় ও-ফোঁড় করার স্বপ্ন দেখি,বুকে ফুঁ দিয়ে ভাবি, লেখক ? ব্যাপার না, সে তো হয়ে গেছি সেই কখন। সাধ হয়েছে পাঠকের ভাব নিয়ে ল্যাখক হওয়ার। খুবই বাড় বাড়ন্ত দশ দিক জুড়ে ।

বেমাক্কা এতগুলো কথা শুনে উঁকি দেই অভিযোগের ঝুড়ির পানে, সেখানেও উপচেপড়া ভিড় ।
মিথ্যে নয় মোটেই, সতত সত্য আছে শতগুণে ।

প্রতিটি সোনাঝরা সকালে অজানারা আসে চোখে নিয়ে জলধারা, আমাকে ঘিরে ফেলে, ঘিরে ধরে, ঘিরে রাখে ।
নিঃস্ব,অসহায়,অপারাগ এই আমি, অজানাদের নিঃস্বর চোখজল মোছাতে। কিছুই পড়া হোল না, হোল না জানা।
শুধু 'জানিনা'টি কিছুটা হলেও মোটা দাগে জানতে ও বুঝতে পেরেছি ।
এক জীবনে এও বা কম কিসে !

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ