আমাকে দেখলে তোমার অধঁর কাঁপে
থঁর থঁর করে উরুসন্ধি,জিওভার জল;
নাসিকা-গ্রীবা হতে পায়ের পাতা অবধি
তোমার চোখের পাতায় একমুঠো জল।
ভিখারি নই ভিখারিনীও নই অন্য কেউ;
স্বর্গ ও নরকের ঠিক মাঝামাঝি থেকে
পাপ-পুণ্যের হিসেবে খুব কৃপণ আমি,
মন্দিরে মন্দিরে ঘুরেছি পূজোর থালা হাতে
কখনো মন্দির-বেদি ভেঙেছি এই হাতে।
আমি শ্রমিক নই,প্রেমিক ও নই অন্য কেউ;
কারুকার্য খঁচিত বেদনাবহুল স্ফুলিঙ্গ,
তৈলচিত্র,কোনো পৌরাণিকরম্য হতে আসিনি
আমি দুই যুগ হাসি নি দুই যুগ কাঁদিনি
ভালোবাসা পেতে অচ্ছুৎ হয়ে আছি।
যুগ্ন দেবী ও দেবতার নাম ভালোবাসা?
যুগ্ন মানব-মানবী’র নাম ভালোবাসা?
হলুদ চা,নীল কস্তুরী চাঁদ ও ডাহুকের ছা
‘র’ এবং রেফ্ এর মধ্যে ভালোবাসা
ভালোবাসা লাল-সবুজের উদ্যত পতাকা।
বুক বরাবর গ্রেনেড পোঁতা মাইনে পা
শুকুনের লাল চোখ’কে উপেক্ষা করে
স্বাধিনতা!স্বাধিনতা! বলে আর্তনাদ
এক নিঃশ্বাসে হাজার বার ‘জয় বাংলা’
এই আমার ভালোবাসা ।ভালোবেসে;
সোনালি হাঁস,শীতের পরীযায়ি পাখি
ওরা গান শোনাবে আমার দুঃখিনী মাকে।
তারপ’রে একদিন টলমলে শিশিরের ভিড়ে
বসন্তের বেলাতটে রোদ খেলে খেলে …
কখোন উ’বে যাবে চোখের কোটরে
ভালোবাসা যুগে যুগে জেগে থাকা ঘুমের ভেতরে।
১৩টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
ব্লগের নিয়মানুযায়ী ২৪ ঘন্টা পরপর পোস্ট দিতে পারবেন। আপনার আগের পোস্টের জবাব দিবেন। এই অবসরে অন্যদের লেখাগুলিতে কম/ বেশি কমেন্ট দিয়ে নিজের মতামত জানাবেন।
আপনার ব্লগিং শুভ হোক,
শুভ কামনা 🌹🌹
হিমেল কবি(সাহিত্য সন্তান)
ধন্যবাদ।সোনেলা নীতি বিষয়ে অবগত করার জন্য।
জিসান শা ইকরাম
অবগত হয়েছেন, কিন্তু মানছেন কোথায় ? আবার তো নতুন পোস্ট দিলেন!
জিসান শা ইকরাম
আপনি মন্তব্য পড়েন কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। মন্তব্যের জন্য আমাকে ধন্যবাদ দিতে হবে না। কি লিখছি মন্তব্যে তাই পড়ুন।
আগামীকাল রাত ০৯:০৩ এর পরে আপনি নতুন পোষ্ট দিতে পারবেন। এর পূর্বে নয়।
শুভ ব্লগিং।
কামাল উদ্দিন
আপনি ভালো লিখেন, শুভ কামনা জানবেন।
হিমেল কবি(সাহিত্য সন্তান)
ধন্যবাদ৷
মনির হোসেন মমি
প্রোফাইল ছবিটা দিয়ে দিন।
সুরাইয়া পারভীন
বেশ লিখেছেন। শুভ কামনা শতত
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লিখেন। বানান গুলো একটু দেখলে আরো ভালো হতো। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
অসাধারণ লিখেছেন, ভালো লাগলো খুব,
শুভ কামনা 🌹🌹
ফয়জুল মহী
চমৎকার সৃষ্টি, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
হিমেল কবি(সাহিত্য সন্তান)
ধন্যবাদ
ইসিয়াক
ভালো লাগলো।