অচেনা বন্দর

ছাইরাছ হেলাল ২৮ এপ্রিল ২০২১, বুধবার, ০৫:৪৭:২০অপরাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য

 

লতানো সবুজের এক চিলতে সবুজে দাঁড়িয়ে
দেখি নীল অপরাজিতা, কামিনী, হাস্নুহেনা,
সুঘ্রাণে খুঁজি জন্ম-দাগের মন, সুখ খুঁজি;

আসলে বন্ধু-টন্ধু বলে কিচ্ছু নেই,
শুধুই রংয়ের পাতাবাহার, দ্বিচারিতার অসুখের মত,
পড়শিনী ফুল-রমণীর মতই কাঁচ ভঙ্গুর,
যত্ন আত্তির আভিজাত্যে;

সমূহ স্বজন অবহেলে বদলে গেছে সেই কখন!
ঈর্ষা আর প্রেম সে-তো খোয়াবের আঙ্গিনায়,
ঘুরে ফিরে নিষিদ্ধ গন্ধমের উচ্ছলতায় আঁটকে গেছে
গোপন রহস্যময়তায়, প্রলাপে বিলাপে অধীর অস্থিরতায়।
বেচঈন-বেহুশ মায়াময় চৌচির হালতে;

দূর সম্পর্কের অবুঝ নদীতে সে
মিশে যাক অচেনা নূতন বন্দরে,
ঝাঁপ দেয়া ঝর্ণার বাড়ন্ত শুশ্রূষা ছাড়াই।

ছবি নেটের।

0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ