অচেনার আলেয়া-সীমান্ত

ছাইরাছ হেলাল ৯ এপ্রিল ২০২১, শুক্রবার, ০৩:০৪:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৪ মন্তব্য

 

সুদীর্ঘ নীরব-নির্জনতা নিয়ে, প্রবল গ্রীষ্মের
করোনাকালে, দুঃখী-দুঃখী লোকালয়ে থেকে
একটু দূরত্বে, জল পতনের শব্দে-শব্দে বয়ে যাওয়া
প্রমত্ত উচ্ছলতার নদী-তীর খুঁজি;

চৈতন্য জুড়ে শুধুই স্ফটিক-জল-কেলি, জোনাকির
আলোয় সুয়ো-দুয়োরানীর স্বপ্ন রাত;
বৈরী হাওয়ায় নিরঙ্কুশ নাভিশ্বাস, ঘুণে পোকাদের বাসা,
শিকড়ে শিকড়ে সংক্রামিত শব্দহীন দুরারোগ্য পাপ;

অরণ্য ফিরে ফিরে যাচ্ছে দূর অরণ্যে,
প্রতীক্ষায় সবুজ বাতাস, প্রজাপতি-চোখের দীপ্র উৎসব,
সুগন্ধি রাত্রি, অজান্তে হারিয়ে যাচ্ছে বিশীর্ণ শ্রান্তির জনপদে;

আয়ুরা হারিয়ে/ফুরিয়ে যাচ্ছে বন্ধ্যা স্বপ্নে স্বপ্নে,
বিভেদের শৃঙ্খলিত হৃদয়-মানচিত্রে, অচেনার আলেয়া-সীমান্তে।

ছবি নেটের।

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ