তোমার গায়ের গন্ধ আমায় করলে এলোমেলো
তুমি কোন সে গাঁয়ের পথ ধরে যাও
গায়ে মেখে ধুলো
তোমার চলার পথের ধুলোর মেঘে চোখটা বুঁজে
আমি একাই হেঁটে হেঁটে
কোন সে অচিনপুরে তোমার মনটা বেঁধে রাখা
খুঁজতে গিয়ে পথ হারালাম, পথটা এলোমেলো
ঘুমের ঘোরে দিবা নিশি, খুঁজে খুঁজে সারা
সকাল সন্ধ্যে রাতের প্রহর বড্ড এলোমেলো
.
বুকের বোতাম ফাঁক করে ওই একটু লোমের হাসি
তোমার চোখের তারায় খেলা করে হাজার রঙের ধাঁধাঁ
চলার পথে জাদুর কাঠি এই আছো, এই নেই
তোমার গায়ের গন্ধে নেশার মাতম, হারিয়ে ফেলি খেই
.
বেলা যে গেল অনেক আর যে সময় নাই
ওহে অচিনপুরের গন্ধকুমার, ঠিকানা টা চাই
হাতটি ধরে বাসবো ভালো আরাম দেব বুকে
পরবে তুমি রঙ্গিন পোশাক, থাকবে পরম সুখে
মাথায় তোমার ঘষে দেব সুখ নিরাময় তেলে
বিশ্ব জয়ের সকল বোঝা দিয়ো আমায় তুলে
.
তোমার গায়ের গন্ধ ঘুম যে নিলো কেড়ে
আমি একা একাই অচিনপুরে ঘুরছি মাথা খুঁড়ে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ