একঝাঁক শক্ত দুর্ভেদ্য অন্ধকার ছিঁড়ে-ছুঁড়ে
রাতভর ঝাঁঝালো বৃষ্টি আর গাঢ়-অন্ধকারের মনঃকষ্টেও
একলা-প্রহরের শেষ-রেশটুকু যায়নি মিলিয়ে এখনও,
শিখিও-নি বিষণ্ণতার কোন মন্ত্র, তাই
আমি আজ যাব-না কোথাও, নেই বিশ্রাম-বিরতি,
নেই উল্লাস-মত্ত ঝক্কি-ঝামেলা, পরম-আত্মীয়তার ঘ্রাণে;

ক্ষণে ক্ষণে শুধুই প্রতিক্ষণ, ঐ লাজপ্রভাত এলো বলে,
আজ কোথাও আর যাচ্ছি-নে; নিকুচি করি মহাকালের,
দীর্ঘতম নাতিশীতোষ্ণতায় লুটে নেব নিপুণ সৌকুমার্য।

প্রহরের শেষ আলোটুকু চোখে মেখে,
শেষ গন্ধটুকু শুষে নিয়ে
আমি থেকে যাব আমার অমরাবতীতেই;
সটকে পরবো না ছিঁচকে চোরের মত উর্দ্ধোশ্বাসে,
নির্বিকার অঙ্গীকার, চক্রবৃদ্ধি হারে, দ্রাক্ষাপিষ্ঠ ঠোঁটে;

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ