অঘুমের নির্বিকারতা

ছাইরাছ হেলাল ৪ জুন ২০১৯, মঙ্গলবার, ০৮:১৭:১০পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

আমার অসমাপ্ত নিদ্রারা অপূর্ণতাটুকু রেখেই
ভোরের কাছে ঠেলে দেয়,
আড়মোড়া ভেঙ্গে/মেখে/ঢেকে ভারী-চশমা
হাতড়ে হাতড়ে খুঁজে খুঁজে কুচকে যাওয়া জামা/গেঞ্জির
খুটে মুছে চিরান্ধ জানলার কাঁচ ফুঁড়ে শিশির-ভেজা-আলোয়
হারানো কিছু একটা খুঁজি, খুঁজে-খুঁজে খুঁড়ে-খুঁড়ে দেখতে চাই;
ক্ষীণ-চোখে দেখতে-ও পাই, চির-ভঙ্গুর এক অচেনা আমাকে।

জন্ম-বিরতির মত থেমে-থেমে না,
অতি পূর্ব পরিচিত সিঁড়ির মত ক্রমাগত ভেঙ্গে-ভেঙ্গে চলছি
সীমাহীন-স্বপ্নহীন ভঙ্গুরতার এই বিরাট-বিপুল কর্মসূচী
আমার অ-ঘুমকে ক্রমাগত জাগিয়ে রাখে।

অচেতন ঘুম-ঘোরের গা-ঘেঁসে না হোক
নিঃসৃত ছিটকে পড়া শোণিতের ভঙ্গুরতাকে বুকে বেঁধে
অন্তত ধীর অ-কম্পমান ভাত ঘুমের সসঙ্গতা চাইতেই পারি!
পারি-না?

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ