
ভাবছি, পাঠিয়ে দেবো আকাশের পানে
দৈনন্দিনের ভাবনা-লিপি,
অজস্র জোনাক-ঝোপের ঠিকানা,
চুপিসারে বসে থাকা স্তব্ধ-পুকুরের ঠিকানা,
ধু ধু মাঠে প্রেতাত্মার ঘূর্ণাবর্তের সাবধানতা,
অস্থির-চিত্ত হরিণীর দু’চোখের মাপ,
অহংকারী হাওয়ার উদ্দীপনা
হিংসুটে হাওয়ার ও;
অবশ্য-স্পর্শের বিদ্যুৎ-চমকের না।
সাথে থাকার আশ্বাসে ভ্যা করে কেঁদে দিলে
মাথা নেড়ে হু হু হুম হুম করা অট্টহাসি
থামিয়ে দেয়ার।
অবশ্য
ঠিকানা খুঁজে খুঁজে পেরেশান-হয়রান
হচ্ছি না আর;
অভীষ্ট ঠিকানায় ঠিক পৌঁছে যাবে
ঝাঁক বেঁধে অগুনতি চিঠি
যুক্তি তর্কের আড়ালে।
ছবি নেটের।
২৬টি মন্তব্য
কামাল উদ্দিন
রোল নং ১ 😀
ছাইরাছ হেলাল
শুভেচ্ছা, অ-সীমিত।
কামাল উদ্দিন
অজস্র জোনাক-ঝোপের ঠিকানা আমি জানি। আমাদের শিমুল তলার অন্ধকার ঝোপটাটাতে প্রতি রাতে হাজার হাজার জোনাকরা দাপিয়ে বেড়ায়। আমার ভীষণ ভালোলাগার একটা ঠিকানা। চাঁদহীন রাতে সুযোগ পেলেই আমি ছুটে যাই আপনার চিঠির সেই ঠিকানায়…….
ছাইরাছ হেলাল
আপনি দেখছি জায়গা আগেই চিনে ফেলেছেন!
এখন চিঠি পৌছানো নিয়ে তো চিন্তা হচ্ছে।
ভাল থাকবেন।
কামাল উদ্দিন
ধন্যবাদ বড় ভাই, আপনিও ভালো থাকুন সব সময়।
ছাইরাছ হেলাল
আপনিও ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
রোল নম্বর দুই। জোনাকি রাত তারমধ্যে ও প্রেতাত্না ! দুঃশ্চিন্তা করবেন না অভিষ্ট লক্ষ্যে একদিন ঠিক পৌঁছে যাবেন।অস্থির -চিত্ত, অহংকারী, হিংসুটে হওয়া যাবেনা। প্রেতাত্মা রা অট্টহাসি দিয়ে যাক। আমরা ভালো কিছুর অপেক্ষায় আছি।
ছাইরাছ হেলাল
ঠিকাছে! আপনি যখন বলছেন, অপেক্ষা করা যাক।
ভাল থাকুন।
সুপায়ন বড়ুয়া
যুক্তিযুক্ত চিঠি পড়তে
কার না লাগে ভাল ?
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
এমন গুণীজনকে কাছে পেলে কার না ভাল লাগে!
ভাল থাকুন সারাক্ষণ।
সুপায়ন বড়ুয়া
কি বললেন লজ্জা পাইলাম মাইরি ! হা হা হা
ছাইরাছ হেলাল
ভাই ভাই কথা, লজ্জার কিছু নাই।
ফয়জুল মহী
ভালো লাগলো লেখা । উপভোগ্য লেখা।
ছাইরাছ হেলাল
অনেক অনেক ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
অহংকারী হিংসুটের ঠিকানা খুঁজে না পাওয়াই ভালো।
চিঠি পৌঁছে যাক যোগ্য ঠিকানায়, ম্যাপ সমেত 🙂
এমন করেও কবিতা লেখা যায়!!
আহা! প্রতিভাবানেরা কতভাবেই-না আপন প্রতিভা বিলিয়ে দেয়!!
একটু একটু হিংসা হচ্ছে লিখতে না পারার অক্ষমতায় 😰😰
ছাইরাছ হেলাল
হিংসা থেকে যদি ভাল কিছু হয়, হোক না তা;
হিংসা পরম ধর্ম, কোমর কষে শুরু করে দিন, হিংসা।
দেখুন আউল-ফাউল সবাই লেখে না, কেউ কেউ লেখে, আর এতে ‘পরতিভার’ কিচ্ছু নেই।
নিরাপদে থেকে প্রতিভার স্ফুরণ দেখান, সোনেলা আপনার অপেক্ষায়।
ধন্যবাদ।
তৌহিদ
যুক্তিতর্কের অবসান ঘটে সকল চিঠি তার কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাক এটাই কাম্য। ভালো থাকুন ভাই।
ছাইরাছ হেলাল
পৌঁছে যাক যে যার কাঙ্ক্ষিত গন্তব্যে এ আশা সবার জন্য।
নিরাপদে থাকুন।
রেহানা বীথি
ভ্যা করে কেঁদে ফেললে কিন্তু কিছুক্ষণ পর মন হালকা হয়ে যায়।
কি দরকার পেরেশান-হয়রান হওয়ার?
পৌঁছবে বলেই লেখা হয় সমস্ত চিঠি।
এমন কবিতা আমি লিখতে পারি না! 😔
ছাইরাছ হেলাল
থাক, ভ্যা করা লাগপে না!
এমন পচা লেখা আপমি কেন লিখবেন!
আপনি এর থেকে ঢের ভাল লেখেন/লিখবেন ও।
ভাল থাকুন।
রিমি রুম্মান
আমার উঠোনে গাছের ঝোপের আড়ালেও একঝাঁক জোনাক-ঠিকানা। উঠোনে রাত্রি নেমে এলে আমি বেলকনিতে বসে দেখি তাদের।
ছাইরাছ হেলাল
সময় করে আপনি এই লেখা পড়েছেন দেখে আনন্দিত হচ্ছি।
নিরাপদে থাকবেন, আপনি।
আরজু মুক্তা
একবার লামাতে বাস একটা পাহাড়ে আটকায় যায়। তখন যাত্রীদেরকে নামতে বলা হলে দেখি কোটি কোটি জোনক পোকা রাস্তার দুধারে।
চলেন, আকাশের ঠিকানায় চিঠি দেই। আল্লাহ এই অবস্থা থেকে মুক্তি দিন।
ছাইরাছ হেলাল
ঠিকাছে, আপনি চিঠি রেডি করতে শুধু করুন।
নো, ফাঁকিজুঁকি !
ভাল থাকবেন আপনি।
হালিম নজরুল
দেখি চিঠির আগে আমি পৌঁছতে পারি কি না।
ছাইরাছ হেলাল
আপনার পৌঁছুতে চিডি-ফিডি লাগবে না।
ভাল থাকতেই হবে।