অক্ষরের শব্দ-বুনন

নীলাঞ্জনা নীলা ২৯ সেপ্টেম্বর ২০১৫, মঙ্গলবার, ০৯:৫৫:৩৩পূর্বাহ্ন বিবিধ ৪৪ মন্তব্য

শেষ বিকেলের রোদ...
শেষ বিকেলের রোদ...

একটি শীতের সকালের ফিরে আসা দিগন্তের ওপার থেকে
যাবে কোথায়? অস্বচ্ছ কুয়াশায় কতো দূরই বা যাওয়া যায়!
আবার নিঃসঙ্গ, অলস দুপুরে কাঁথা মুড়ি দিয়ে
পরিবর্তিত স্বপ্নেরা শুয়ে থাকে শীতল বারান্দায়;
যেনো হেঁটে আসা ক্লান্ত ডাকপিয়নের ঝোলা ব্যাগে ভরা চিঠি
অভিমান-মাখা অক্ষরের টেবিল-ঘুম।
সমাপ্তিহীন অনুভূতি এভাবে জমিয়ে রেখে কি আদৌ চলে যাওয়া যায়?
যদিও সময় স্রোতের মতো ভেসে যায়,
স্বপ্নেরা হারিয়ে যায়,
ইচ্ছেদের পরিবর্তন হয়,
আর আশাদেরও মৃত্যু ঘটে--
তবুও তো শেষ বিকেলের রোদ ভোরের জন্যেই ঘুমোতে যায়।
তাই জানি হারিয়ে যেতে পারোনা তুমি
অন্ধকারে আমাকে ছুঁয়ে দেবার জন্যেই এমন আড়াল তোমার।
বোকা জানো না,
ফিরে ফিরে যায় যতোই দূরে থাকুক ঘর
ডাকে, হাতছানি দেয় শেকড়!
এসো দরোজা এখনও খোলা,
তোমার জন্যেই এখনও অক্ষরের শব্দ বুনন।

**এই শুনছো, তোমাকেই বলছি! জানতাম আসবেই।

হ্যামিল্টন, কানাডা
২৮ সেপ্টেম্বর, ২০১৫ ইং।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ