রুদ্রাক্ষ একটা অংক নিয়ে বসলেন,
জসিম বিয়োগ পরিতোষ = মুনাফা।
তার আগেই একটি পাটিগনিত ছিল,
একটি বানর আর পিচ্ছিল বাঁশ,
জসিম চূড়ায় উঠলে নর্দমায় ডুবে যায় পরিতোষ।
ছাত্রটি ভুলে গিয়েছিল প্রাথমিক অংক।
যোগ বা বিয়োগে কখনো কখনো—
এসে যায় ভাগফল কিংবা গুনফল।
মাননীয় ছাত্র, আগে অংক চিনে আসুন,
অতঃপর হিসাবে বসুন যোগ কিংবা বিয়োগের।
১০টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর কাব্যিক নিবেদন!
বেশ সৃজনশীলতার ছোঁয়া।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত।
হালিম নজরুল
প্রেরণার জন্য ধন্যবাদ ভাই।
রোকসানা খন্দকার রুকু
মানে কি! কিচ্ছু বুঝতে পারলাম না জনাব। যদি বুঝিয়ে দিতেন। কৃতজ্ঞতা অশেষ 🌹
হালিম নজরুল
রদ্রাক্ষ সব সময় একটি হিসাব মাথায় রেখে কাজ করে। সে পরিতোষকে নর্দমায় ডুবিয়ে জসিমকে চুঁড়ায় উঠাতে চায়। কিন্তু সে বোঝেনা যোগবিয়োগের হিসাব গরমিল হতে পারে। অন্যকে ছোট করে কাউকে বড় করতে গেলে উল্টো ছোট হয়ে যেতে হয়।
রোকসানা খন্দকার রুকু
অনেক কঠিন। ধন্যবাদ ভাই।
মোঃ মজিবর রহমান
পরিতোষকে ডুবিয়েই ছাড়লেন!
হালিম নজরুল
না। ডুবে যাবার হাত থেকে রক্ষা করলাম।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর অনুভব
হালিম নজরুল
ধন্যবাদ ভাই।
হালিম নজরুল
রদ্রাক্ষ সব সময় একটি হিসাব মাথায় রেখে কাজ করে। সে পরিতোষকে নর্দমায় ডুবিয়ে জসিমকে চুঁড়ায় উঠাতে চায়। কিন্তু সে বোঝেনা যোগবিয়োগের হিসাব গরমিল হতে পারে। অন্যকে ছোট করে কাউকে বড় করতে গেলে উল্টো ছোট হয়ে যেতে হয়।