অংক

হালিম নজরুল ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১১:৫৬:০৮পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

রুদ্রাক্ষ একটা অংক নিয়ে বসলেন,

জসিম বিয়োগ পরিতোষ = মুনাফা।

 

তার আগেই একটি পাটিগনিত ছিল,

একটি বানর আর পিচ্ছিল বাঁশ,

জসিম চূড়ায় উঠলে নর্দমায় ডুবে যায় পরিতোষ।

 

ছাত্রটি ভুলে গিয়েছিল প্রাথমিক অংক।

যোগ বা বিয়োগে কখনো কখনো—

এসে যায় ভাগফল কিংবা গুনফল।

 

মাননীয় ছাত্র, আগে অংক চিনে আসুন,

অতঃপর হিসাবে বসুন যোগ কিংবা বিয়োগের।

২৯৬জন ২৬১জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ