অংক

হালিম নজরুল ১৯ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১১:৫৬:০৮পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

রুদ্রাক্ষ একটা অংক নিয়ে বসলেন,

জসিম বিয়োগ পরিতোষ = মুনাফা।

 

তার আগেই একটি পাটিগনিত ছিল,

একটি বানর আর পিচ্ছিল বাঁশ,

জসিম চূড়ায় উঠলে নর্দমায় ডুবে যায় পরিতোষ।

 

ছাত্রটি ভুলে গিয়েছিল প্রাথমিক অংক।

যোগ বা বিয়োগে কখনো কখনো---

এসে যায় ভাগফল কিংবা গুনফল।

 

মাননীয় ছাত্র, আগে অংক চিনে আসুন,

অতঃপর হিসাবে বসুন যোগ কিংবা বিয়োগের।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ