কমিকঃ বালক ও বালিকা

অলিভার ৬ ডিসেম্বর ২০১৬, মঙ্গলবার, ১২:০০:৫৮পূর্বাহ্ন গল্প ২১ মন্তব্য

 

 

❰ কমিকটির প্রসঙ্গ বিষয় ❱

এ পৃথিবীতে 'পুরুষ' এবং 'মহিলা' ছাড়াও 'উভলিঙ্গের' আরও এক প্রকার ব্যক্তিদের উপস্থিতি রয়েছে। খুব সম্প্রতি তাদের স্বিকৃতিও দেয়া হয়েছে 'তৃতীয় লিঙ্গ' আখ্যায়িত করে। কমিকটির মূল চরিত্র একজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। যে প্রচলিত ধারায় নিজেকে তৃতীয় লিঙ্গের একজন ভেবে পিছিয়ে যায় নি; বরং সমান তালে এগিয়ে থাকবার চেষ্টা করেছে নিজের চিন্তা-চেতনা আর কর্মের মাধ্যমে।

সামাজিক ভাবে আমরা এদের অস্তিত্ব সরাসরি স্বীকার করে অভ্যস্ত নই। বরাবরই এদের প্রতি আমাদের দৃষ্টি তির্যক ভাবে আপোতিত হয়। কিন্তু সেই একই পরিস্থিতিতে থমকে না থেকে এক উভলিঙ্গের ব্যক্তির এগিয়ে যাওয়ার গল্প আর আমাদের পরিচিত সমাজ ব্যবস্থার বিপরীতে তার ভাবনা উঠে এসেছে কমিকটিতে।

 

 

 

 

 

────────────────────────────
♦ কমিক : বালক ও বালিকা | Boy & Girl
♦ সংগ্রহ : Stumbleupon.com Stream
♦ জঘন্য অনুবাদে : আমি 😛

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ