দিন: আগস্ট ১৩, ২০১৭

জলতরঙ্গ (৭ ও শেষ পর্ব)

ইঞ্জা ১৩ আগস্ট ২০১৭, রবিবার, ০৮:০৫:৩২অপরাহ্ন গল্প ১০ মন্তব্য
এক সপ্তাহ পর -------------------- ল্যান্ডফোনের রিং বাজতেই আবীর চায়ের কাপ রেখে হ্যান্ডসেট তুলে সালাম দিলো। আবীর কেমন আছো তুমি, অপর প্রান্ত থেকে এমডি সাহেবের গলা ভেসে এলো। জি স্যার, ভালো আছি। গত সপ্তাহে তোমার পাঠানো রিপোর্ট আর রিকুইজিশন নিয়ে আমরা বসেছিলাম, তোমার ধারণাই ঠিক, আমাদের বাগানের চা পাতায় কোনো খারাপ কিছুই পাওয়া যায়নি, তোমার কথা [ বিস্তারিত ]
কাদোঁ বাঙ্গালী কাদোঁ,,,,কথাটা শুনলেই কানে ভেসে আসে বঙ্গ বন্ধুর সেই ভাষন।সেই ঐতিহাসিক ৭ই মার্চের ভাইয়েরা আমার।এ এমন একটি ভাষন যা প্রতিটা বাঙ্গালীর হৃদয়ে সূচের ন্যায় গেথে আছে যা অনেক সময় অনেক আড্ডাস্থলেও বলা হয় "তিনি আমার কথা রাখলেন না ৴তিনি রাখলেন ভুট্ট্রো সাহেবের কথা" এই যে ভাষার মধ্যে মাধূর্য্যতা তা আর বিশ্বে কার বক্তিতায় আছে।যেমন [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

সংরক্ষণাগার

ফেইসবুকে সোনেলা ব্লগ