দিন: এপ্রিল ২০, ২০১৭

[caption id="attachment_53284" align="aligncenter" width="386"] অসম্পূর্ণতা...[/caption] শোনো, অনেক কথা বলার আছে; তোমার কি সময় হবে শোনার? যে কথাগুলো আজ না বললেই নয়, জানো না তো কতো কি ঘটে গেছে! ওই যে সেই সন্ধ্যার বিমর্ষ রাগ সে সুর তোলেনি আজ। এমনকি ধ্রুপদী আকাশ নেচেও ওঠেনি। কি হবে এখন? আলাদা করে একটি নদী সাজিয়ে রেখেছিলাম, সে কথা ভেঙ্গে [ বিস্তারিত ]

সমুদ্র জেগে থাকে

ছাইরাছ হেলাল ২০ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার, ০৬:৫১:৫৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য
প্রশস্ত সমুদ্র প্রশান্ত হয়ে শুয়ে আছে, লম্বালম্বি, আড়াআড়ি বা গোল হয়ে, চাঁদ-বুকে বালিয়াড়ি ছোঁয়া-ছুঁয়ি করে, আধো-আধো ঘুম-জাগরণে, ভাবে, উন্মত্ত জোয়ারে-রণে-রমণে কতকাল থেকেছি একসাথে একপাশে, জোয়ার এখন ভাটায় নেয় টেনে, তবুও দূরে কেন? কাছে এসো, মাথা তুলে স্নিগ্ধ কণ্ঠে বলে কে, কে ওখানে? এসময়ে? ‘আমি রাত্রি’;

মাসের সেরা ব্লগার

সংরক্ষণাগার

ফেইসবুকে সোনেলা ব্লগ