হাসির বাক্স । পর্ব ১

সঞ্জয় কুমার ২৬ এপ্রিল ২০১৭, বুধবার, ১০:০০:০৬পূর্বাহ্ন রম্য ১৮ মন্তব্য

এক
জার্মানিতে বড়দিনের সময় পরিবারের সবাই সবাইকে উপহার দেয়  । বড়দিনের এক সপ্তাহ আগে পোস্ট অফিসে অদ্ভুত এক চিঠি এল । ওপরে লেখা 'To God'. পোস্ট অফিসে অফিসের কর্মচারী ইনভেলপ খুললেন । লেখা আছে 'যিশু আমি এক বৃদ্ধা । বয়স আশি । খুব অল্প পেনশনে চলি । আমার নাতনি বড়দিন উপলক্ষে আমার কাছে একটা মোবাইল ফোন চেয়েছে । আমি আমার জমানো টাকা দিয়ে কিনতে গিয়েছিলাম । বাসে মানিব্যাগটি হারিয়ে ফেলি । এখন আমার হাতে এক পয়সাও নেই । যিশু তুমি কি আমাকে ১০০ ইউরো পাঠাবে ? ইনভেলপের উল্টাদিকে ভদ্র মহিলার ঠিকানা । চিঠিটা পড়ে পোস্ট অফিসের কর্মচারীদের অনেকেরই চোখে পানি এল । কেউ পাঁচ, কেউ দশ, সবাই যেভাবে পারলো দান করলো । সব মিলিয়ে ৯০ ইউরো হলো । টাকাটি ঐ বুড়ির ঠিকানায় পাঠিয়ে দিল । ঠিক বড় দিনের পর আবার একটা নতুন চিঠি এল । To God. চিঠিতে লেখা, 'যিশু, তোমাকে কিভাবে যে ধন্যবাদ জানাব আমি তা জানি না । তবে এরপর যদি কখনও আমার কাছে টাকা পাঠাও, পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ো না, কেমন । পোস্ট অফিসের ঐ শয়তানগুলো তোমার পাঠানো ১০০ ইউরো থেকে দশ ইউরো মেরে দিয়েছে ।

 

দুই
পল্টুর হঠাৎ আইসক্রিম খেতে মন চাইলো । কিন্তু পকেটে কোন টাকা নেই  । অগত্যা সে ঈশ্বরের  কাছে প্রার্থনা করলো । হে ঈশ্বর তুমি পরম করুণাময় । তুমি রাস্তায় কিছু টাকা আমাকে পাইয়ে দাও । আমি সেই টাকার অর্ধেক তোমাকে দেব । কিছুক্ষণ পর পল্টু রাস্তায় পাঁচ টাকা পেল । সে তখনই ঈশ্বর কে বলল । হে ঈশ্বর তুমি আমার উপর এতটুকু ভরসা রাখতে পারলে না ? তোমার নিজের ভাগের টাকাটা আগেই নিয়ে রাখলে ?

 

তিন
আমাদের দেশের এক মন্ত্রী মহোদয় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন । প্রাণে বেঁচে গেছেন, তবে মস্তিষ্কে ভয়াবহ জখম । সাংবাদিকরা সার্জনকে জিজ্ঞাসা করলেন, তার ব্রেনে তো খুব আঘাত পড়েছে, এটা কি বিরাট একটা সমস্যা ? সার্জন বললেন, 'নিশ্চয়ই মগজ আর আগের মতো কাজ করবে না । তবে মন্ত্রীত্ব ঠিকই চালিয়ে যেতে পারবেন ।

 

চার
দুজন লোক গল্প করছে । তাদের সামনে দিয়ে কয়েকজন  পুলিশ যাচ্ছে । কথা প্রসঙ্গে তারা বলেছে পুলিশ গুলো সব অপদার্থ ।
পুলিশরা সঙ্গে সঙ্গে লোক দুজন ধরেছে । কি বললেন পুলিশরা অপদার্থ ?
না, মানে আমরা তো বলেছিলাম আমেরিকার পুলিশরা অপদার্থ ।
ফাইজলামি করেন মিয়া ? আমরা জানি না ! কোন দেশের পুলিশ অপদার্থ ।

 

সংগ্রহীত ।

 

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ