রক্তাক্ত...

স্বাধীনতা? এমন বুঝি নাম হয়? খুব ইন্টারেস্টিং চরিত্র নিশ্চয়, তা নইলে এই নাম বলতেন না আমায়!
তা যা-ই হোক, বলুন তো,
আচ্ছা স্বাধীনতা দেখতে কেমন? তার গায়ের রঙ কী? তার কী চোখ-নাক-মুখ আছে?
কোন ভাষায় কথা বলে স্বাধীনতা?
সে কী চলতে পারে? বলতে পারে? গাইতে পারে গান? আবৃত্তি পারে?---কিচ্ছু জানেনা!!!
তাহলে জানেটা কী?
গল্প-কবিতা লিখতে জানে?---কিচ্ছু জানেনা!!! তাহলে জানেটা কী?  অদ্ভুত ব্যাপার!
আচ্ছা স্বাধীনতার কাজ কী? কোথায় চাকরী করে? ওর বাসা কোথায়, কোন শহরে?
বাহ এসব আপনার জানা নেই? তা পরিচয় হলো কিভাবে?
ধর্মপালন করতে গিয়ে পরিচয়? বাহ! বেশ তো!!

আর আমি এক স্বাধীনতাকে চিনতাম, যার মৃত্যু হয়েছে বহু আগেই। তার সাথে পরিচয় হয়েছিলো '৭১-এ। যাকে খুন হতে হয়েছিলো স্বাধীন দেশের মাটিতেই।

হ্যামিল্টন, কানাডা
২১ জুন, ২০১৭ ইং।

**মাত্র লিখলাম। আমাকে বড় জ্বালাচ্ছে এই ব্যথা। তবে আমিও যে সহজে হার মানার মতো মানুষ নই, সে তো সকলেই জানেন। তাই কিছুটা অনিয়মিত থাকবো। ভুল বুঝবেন না যেনো!**

0 Shares

১৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ