স্বপ্ন-দিনের ভাবনা

ছাইরাছ হেলাল ২৬ জুলাই ২০১৭, বুধবার, ০৪:৫৯:৪৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

রাতের নিবিড় অন্ধকার
খান খান করে জ্যোৎস্না উঁকি দেয় নগ্ন হয়ে, দ্যাখে এমুড়া-ওমুড়া;
ভাবে, প্রতীকী দিন বানিয়ে ফেলবে, ভোরের অপেক্ষা না করেই,
অরণ্য ফ্যা-ফ্যা করে মিঠে-হেসে বলে, ‘পাগল হলে বুঝি এবার!!’
স্তোত্রপাঠ করতে হবে না, বকওয়াস করার ছলে,
চুপ-কর হারামি, চুপ-করে দেখতে থাক।

নদীর কাচ-জলে জ্যোৎস্না জমে, ঘূর্ণিগুলো ফেনা তোলে,
ছলাৎ শব্দে নদী-পাড়ে ছুঁইছুঁই করে, জড়িয়ে ধরে-না,
জোয়ার-ভাঁটার সন্ধি-বক্ষ, জোনাকির আলো-জ্বলা মিছিল
তুমুল ভোরকে আগলে রেখে হো-হো করে হেসে উঠতে পারে-না;

জলকসাইয়ের দক্ষতায় এক যুবা-গবেষক
‘হাঁটু গেড়ে বসে’ নিরীক্ষার ছলে লবন-স্বাধ চাখে
মরুভুমির আকাল বৃষ্টিতে;

শাদিশুদা জ্যোৎস্না এবার করুণ দৃষ্টিতে
ঘাড় গোজ করে থাকে;

‘আই এ্যাম ফিলিং অ্যা বিট ব্লু’

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ