স্বপ্ন অনুপ্রবেশ

ছাইরাছ হেলাল ২২ জুন ২০১৭, বৃহস্পতিবার, ০৮:৩৯:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

এই পাহাড়, প্রিয় আমার,
শোন,
আর কতটা খুন বইয়ে দিলে শান্ত হবে?
আর কতটা মানুষ জ্যান্ত পুতে ফেলে শান্তি পাবে?
আর কতটা গৃহ-হারার ক্রমাগত আর্তনাদ শুনতে থাকবে?
আর কতটা শিশুর চিৎকারে বিকারহীন থাকবে?

জানি-তো সংগত কারণেই রেগে আছ, থাকবে-ও,
তাও বলি, মনে রেখ,

ঝর্ণা-জলে উদ্দাম উদোম স্নান শেষে, ক্লান্ত শরীরে,
অধরা-স্বপ্ন-অনুপ্রবেশের মত মিষ্টি-মিষ্টি মায়ায়-মায়ায়
দুর্বিনীত ইচ্ছে-ডানার নিভৃত ভালোবাসায়,
নির্মীলিত চোখে, গলা-জড়িয়ে, সুগন্ধি-কলা আর বুনো-আনারস খাব-ই;
তবে, দুধ না!!

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ