*স্বপ্নের শব্দ*

রিতু জাহান ৭ সেপ্টেম্বর ২০১৬, বুধবার, ১০:০২:১২অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৯ মন্তব্য

ঘুম ঘুম চোখে, আধো আলোয়, স্বপ্ন একটা দেখেছিলাম অর্থ তার বুঝিনি কিছুই।
শুধু দেখেছি, স্বপ্ন ডানায় ভর দিয়ে এসেছিল কিছু সুখ স্বপ্ন আমার।
এ স্বপ্নের অর্থ খুঁজেছি, দিনের উজ্জল আলোয়। সূর্যের প্রখর দৃষ্টিতে, কম্পিত হয় স্বপ্নগুলো আমার।
স্বপ্ন কিছু হারিয়ে যায়, কিছু লুকিয়ে থাকে, রাত্রির অপেক্ষায়।

তাই আঁধারে অপেক্ষা করি স্বপ্নের।
শুয়ে থাকি আমি নিজ শয্যায়, বর্ণহীন, শব্দহীন শূন্য ঘরে, নিশ্চুপ গভীর নিরবতায়।
স্বপ্নেরা আসে আমার এ শূণ্য ঘরে, নানা বর্ণের রঙিন শব্দ নিয়ে।
শুধু আমার অনুভূতিতেই স্বপ্নের শব্দরা হেসে ওঠে,
এস্বপ্নের নেই কোনো কামনা নেই কোনো বাসনা।
আছে শুধু কথা রঙিন যত বর্ণ, শব্দ।
দিনের উজ্জল আলোয় সে স্বপ্ন আমার, বর্ণহীন শব্দহীন ছবির মতো নীরব নিশ্চুপ।
রাতের নির্জনে আমার সাথে তার খুনসুটি।

স্বপ্নের ডানায় সুখের পরশে, স্বর্গীয় এক আলোক প্রভায় চোখ মুজে আসে যখনি,পূব আকাশে রক্তিম আভা ফোটে, স্বপ্ন তখন শব্দ হারায়, দুঃখে তার বুক ফাটে। উজ্জল আলোয় সে দিক হারায়, লুকিয়ে পড়ে চোখের পাতায়।

আবারো এক রাতের অপেক্ষায়, অদ্ভুদ এক আবেগে জাগি আমি।

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,এই শব্দের মালা শূন্যের ছেলে ও আমাদের ফেরেশতা বাবাটার জন্য। ওর স্বপ্নের শব্দ ও অর্থ খুঁজতে এতোগুলো শব্দ চলে আসবে বুঝতেই পারিনি। আমি ছবি আপলোড দিতে পারি না। দিতে পারলে, শূন্যের ঐ বাবাটার একটা ছবি দিতাম। আজ ফোনের স্কিনে ওর ছবিটা দেখেছি কয়েকবার। আমার রিয়ান মেমনের ছবিগুলোও মিলাচ্ছিলাম। আমাদের এই বাচ্চাগুলো বড় হয়ে গেল! কখন যে বড় হল বুঝতেই পারলাম না। এই তো মনে হয় সেদিন হাসপাতালে প্রথম কোলে নিলাম। প্রথম মা হবার আশায় পেটে তাদের উপস্থিতি টের পেলাম।  আমার মেমন ক্লাস সিক্সে এখন। সেই ২০০৪ এ ঢাকা তার জন্ম হল। ছোটটা ২০০৭ এ আল মারকাজুল হাসপাতালে। ডাঃ আইভি আপার ঋণ কোনো জন্মেই আমার শোধ হবে না। এখন রিয়ান সোনা ক্লাস ফোরে। মাঝে মাঝে ভাবি, কেন দিন চলে যায়, কেন দিন ফুরায়! আমি যে অনেক দিন বাঁচতে চাই। আমি আবারো ওদের ছেলেমেয়ের ছোট ছোট হাতগুলো ধরতে চাই। ওদের সাথে হেসে উঠতে চাই। ওদের এসব স্বপ্নের উত্তর দিতে ব্যকুল হতে চাই।

0 Shares

৩৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ