স্পর্শ

সৈকত দে ২৪ ডিসেম্বর ২০১৯, মঙ্গলবার, ০৮:১৯:৪৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

রাতের আঁধারে একটু আলোর আশায় নিজের সমস্ত শক্তি ব্যয়ে শত বাধা পেরিয়ে উড়তে উড়তে কোনোএক গোধূলি লগ্নে মোমবাতির সনে সন্ধি করেছিলাম। আঁধারে ঢাকা রাতে হঠাৎ মোমবাতির আলো।যেন এক আমাবস্যার চাঁদ!

আমি যে ছোট এক প্রতঙ্গ মাত্র। অতি কৌতুহলে তাই কতটুকু নিকটে যাব বুঝে উঠিনি।

ওমা! পিছনে তাকাতেই দেখি একি?আমার ডানা ততক্ষণে অগ্নি গ্রাস করে নিয়েছে।স্বপ্নের মায়াজাল বুনো হৃদয় পোড়ানোর ক্ষত নিয়ে বিষাদ সিক্ত মনে জ্বীর্ণ শরীরে কাতরে কাতরে গাঙ্গে এসে পড়লাম।

ততক্ষণে ডানা পুড়ে জীবনে উড়ার স্বপ্ন একেবারে শেষ। এখন আমি চাইলেও উড়ার সেই সামর্থ্য বা শক্তি কোনোটাই  আমার নেই।

স্রষ্টার নিকট শুভ এবং সুন্দরের জন্য প্রার্থনা করা আর শুধুই স্রোতে ভেসে চলা।

কোনো দিন হয়তো তুমি সৈকতের লোনা জলে অপরূপ সৌন্দর্যের মহিমায় তোমার গা ভাসাবে আর সেই সুবাদে আমি নাহয় তোমায় স্পর্শ করবো....

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ