সোনেলায় এখন প্রচুর লেখা আসে । বেশ কিছু ব্লগার অন্যের লেখা দেখতে পারেন না। কিছু টেকনিক্যাল কারনে তাঁরা অন্য কোন লেখা দেখতে পাননা ,  গবেষণা করে এই ফলাফল পাওয়া গিয়েছে । আপনারা জেনে আনন্দিত হবেন যে , এ বিষয়ে আমি থিসিস সাবমিট করার সাথে সাথে আমাকে ডক্টরেট ডিগ্রী প্রদান করা হয়েছে। আমি এখন হতে ড: শিশির কনা :p

তো আসুন কিভাবে অন্য ব্লগারের লেখা দেখতে পাবেন তার পদ্ধতি শিখিয়ে দিচ্ছি।

১ ) প্রথমেই আপনি একটি দূরবীন হাতে নিন। আপনি যেহেতু এই পোস্ট দেখে অত্যন্ত রেগে গিয়ে চোখ লাল করে ফেলেছেন , এজন্য লাল গ্লাসের দূরবীন নিতে হবে হাতে। দুরবীন হাতে নিয়ে সামনের দিকে তাকান । দূরেএএএএএএএ দেখতে পাচ্ছেন সোনেলা ব্লগকে ? হ্যা হ্যা এটাই সোনেলা ব্লগ । লগইন হোন , মানে সোনেলার বাড়ী প্রবেশ করুন।

 

২ ) দেখতে পাচ্ছেন এখন ? প্রথম পাতায় মোট ১৫ টি পোস্ট । পাচ্ছেন না ? তাহলে আপনার চোখে সমস্যা । চোখের ডাক্তার দেখান । সোনেলা ব্লগ আপনাকে চোখের ডাক্তার দেখানোর খরচ দিবেন , সাথে চশমাও 🙂

৩ ) ডাক্তার এবং চশমা নেয়া শেষ । এখনো দেখতে পাচ্ছেন না ? তাহলে এই নিন ম্যাগনিফাইং গ্লাস । চশমা চোখে দিয়ে এটা দিয়ে দেখুন । কি বললেন ? এবার দেখতে পাচ্ছেন ? 🙂 গুড গুড ।

 

৪ ) এই আমার লেখা , দেখছেন আপনি জানি 🙂

৫ ) এবার লেখার নীচে তাকান , একটা বক্স দেখতে পাবেন । ওখানে লিখুন , ড: শিশির কনা আপনাকে ধন্যবাদ এমন টেকি পোষ্টের জন্য -{@ এরপর মন্তব্যে জমা দিন এ ক্লিক করুন । দেখলেন , আপনি কত সুন্দর মন্তব্য করতে পারেন ? আপনার কাজ শেষ , এবার অন্য এক লেখা পড়ুন , ১ থেকে ৫ নং নির্দেশনা মেনে চলুন । শুধু নিজের লেখা নয় , অন্যের লেখাকেও ভালো বাসুন , নইলে আপনার লেখাকেও কেউ ভালো বাসবেনা (3

0 Shares

৬৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ