সোনেলায় দু’বছর

ছাইরাছ হেলাল ২৩ সেপ্টেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৮:১৭:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ৪১ মন্তব্য


দেখতে দেখতে সময়ের রথে চড়ে জোনাকির আলো জ্বেলে অনেকটা পথ এসেছি চলে।
পল-অনুপলে দু-দু’টো বছর,চোখের পলক ফেলতে না ফেলতে।

হারিয়েছি অনেক,পেয়েছি তার থেকেও বেশি।একটু বেশি বেশিই।ভুলিনি তাদের ও।ঝোড়ো বিচ্ছিন্নতায় দাঁত কামড়ে পড়ে রয়েছে
গুটিকয়েক না নেভা প্রদীপ।থাকবেও।

নেই সহি দইবড়া বা মিষ্টান্নের রস-মঞ্জুরি।আছে কোজাগরী ঝিনুক জ্যোৎস্নার প্রায় নির্ভেজাল শিশু সারল্যের আন্তরিকতা। আছে
নিবিড় নিবিষ্ট একান্ত মনযোগী পাঠক।যারা লেখা পড়েই মন্তব্য করবে।অবশ্য না পড়ে মন্তব্য করা (আমার মত) পাঠক ও
এখানেই পাবেন কালেভদ্রে।আছেন আমার প্রিয় এক গুচ্ছ দারুণ লিখিয়ে, শিখি তাদের থেকেই নিয়ত।

বেয়ারা কালামুখো হনুমানদের জন্য এ পরিবার চিতাগ্নি বরাবর।

সোনেলাকে ভাবি সোনেলাতেই থাকি,স্বপ্নও দেখি বিস্তৃত সোনেলার আরও নিত্য-নূতন সাজে।
=======================================================
লেখাটির পাশে পাশে থাকব, লেখা ফেলে ভেগে যাওয়ার দুর্নাম ঘোঁচাতে।

==============================================
নিজেদের ঢোল নিজেদের কাছেই নিরাপদ।

0 Shares

৪১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ