আর সময় নাই রে পাগলা.....হাতে আর সময় নাই! আমিতো হাপাইয়া গেছি। সেই কবে ভোটাভুটি শুরু হইছে, আর দেখতে দেখতে অদ্য শেষ রজনীত আইসা ঠেকছে। এ যেন আমেরিকার ভোটরেও পিছ ফালাইয়া দিসে। কি আর কমু, এমন মজার ভোট আমি জীবনেও দেখি নাই। তার আবার চিঠিওয়ালা সবাই ক্যান্ডিডেট। এমন ফিলিংস হইতেছে যেন আমি সংসদ ইলেকশনে খাড়াইছি। ঘুমের মাঝে স্বপ্ন দেখি, সোনেলার জনগণের উদ্দেশ্যে হাত নাড়তেছি। ইলেকশনে জামানত (চিঠি) জমা দিতে পারুম না বইলা চিডি ল্যাকলাম, আর তারা আমারে ধইরা খাড়া করায়া দিলো। সেই মার্কা আবার গুলাপ ফুল। যেই মার্কাত খাড়াইলে নিজে জামাইই ভুট দেয় না। কি আর করুম, কয়দিন হইয়া গেলো খালি ভুট কেন্দ্রে আসি আর যাই। কিন্ত কতা হইলো গিয়া দর্শক দেহি, সাংবাদিক দেহি কিন্ত সেই পরিমাণ ভুটার দ্যাকতেছি না। গুইনা দেকলাম ভুটে খাড়াইছে ৩১ জন কিন্ত তার মইদ্যে ১৪/১৫ জনের ভুট পড়ছে মাত্র ২৭/২৮ খান। এর মইদ্যে আবার একজন ২টা কইরা ভুট দেয়ার সুযুগ পাইছে। খবরে শুনলাম ভুটকেন্দ্রের বাইরে নাকি আবার কি সব ব্যবসা বাণিজ্য চলতেছে। কেউ কেউ নাকি কতা দিয়া অইন্য কাউরে ভুট দিসে। সেইটা শুইন্যা দুই একজন হুনছি আইসিইউ তে আছেন। কেউ কেউ কাইন্দা বুক ভাসাইয়া ফেলতেছে আবার কেউ কেউ জিতবো বইলা জিতার আগেই কমিউনিটি সেন্টার ভাড়াও করছে। মেনুও নাকি ঠিক। যাউজ্ঞা, যার যা খুশি করুক। আমার খাউন পাইলেই হইবো। তয় এমন সুযুগ কিন্তক হেলায় হারানু ঠিক না। ভুট আম্রার গণতান্ত্রিক অধিকার। একখান ভুট, ভুটপ্রার্থীর হক। এই হক না আদায় করলে ক্যামনে? তাই জনাব, যারা এখনো সুময় আছে মনে করিয়া ঘুমাইতেআছেন, তেনারা দয়া করিয়া চক্ষু মেলিয়া দ্যাখেন রাইত হইয়া গ্যাছে। টাইম বেশি নাইক্কা। আর মাত্র ১২ ঘন্টার ইক্টু বেশি। পরে কিন্ত আফসুস কইরা কুনু লাভ অইতো না। তাই পিলিজ জাগুইন, (নাইলে কিন্ত শইল্য ফানি ঢালবাম) উইট্যা আফনের পিরিয় দুই চিডিউয়ালা/চিডিউয়ালীরে দুইডা ভুট দিয়া হিব্বার ঘুমায়া ফরুইন। আমরা কেউরে কিসতা কইতাম না।

যারা যারা ভুট দিতাইন্না, হেরার কমুনিটি সেন্টারোর ব্যাক খাউন বন।
এইডা আমার অঠার!!!

 

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ