সোনেলার ইমোটিকন

শুন্য শুন্যালয় ১২ ফেব্রুয়ারি ২০১৭, রবিবার, ০৮:১৩:৪৮পূর্বাহ্ন ছবিব্লগ, রম্য ৪৪ মন্তব্য

আমি থেকে শুরু করে সবকিছুর ডিজিটাইলেজেসন হয়েছে, হচ্ছে। চিঠি থেকে মেইল, মেইল থেকে মেসেজ, এরপর ইনবক্স থেকে চ্যাটিং। সময় বাঁচানোর দৌঁড়ঝাপে নিজেকে খন্ড খন্ড করে ফেলছি।
good থেকে gud এরপর Gdn8. how r u থেকে এখন hru (হারু)। চ্যাটিং এ একবার একজন asl লিখেছিল দেখে গালি ভেবে উইন্ডো বন্ধ করেছিলাম আজ থেকে আটবছর আগের কথা। আর এখন স্মাইলি/ইমো ব্যবহার রীতিমতো গ্রীন হাউজ ইফেক্টের মতোই। নিত্য নতুন স্মাইলি সংস্করনে যেখানে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে সেখানে আমাগোর সোনেলা সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে একই স্মাইলি ব্যবহার করে করে নিজেদের গোঁড়াপত্তন করিয়াছেন।
চিন্তা কী, ম্যা হু না? স্মাইলি/ইমো বদলের যুদ্ধ এই এক্ষন থেকে শুরু করলাম। আমার সাথে কে কে আছে এই যুদ্ধে, হাত তোলো......

img_9666-2গুডমর্নিং এভ্রিওয়ান। আনন্দ আর হাসির ইমো 🙂

img_7402-3আজ আমার মন ভালো নেই। দুঃখের ইমো 🙁

img_7321-3আমি সোনেলার সোনা, কোন ভেজাল নাই, ১০০% গিনিসোনা। জিহ্বা বের করার ইমো এম্নে দেয়া যায়না? :p

img_9515চিন্তায় থুতনি কিংবা মাথা না চুলকাইয়া বাট তো চুলকানোই যায়, তাইনা? ;?

img_1180-3আমার চোখের জলে কান্দে আকাশ, কান্দে ধরনী। কান্দোনের ইমো ;(

img_0036-4কী কইলা, আমি ঝগড়াইট্টা? গরররররর। এংরি ইমো :@

img_7396-3বহুল ব্যবহৃত লাল পান হার্টের ইমো (3

img_7367-2এবং অবধারিত কিছুদিন পর হার্টব্রেকের ইমো (-3

img_7403-2নতুন সংযোজন উম্মার ইমো। কারো কারো এইটা ছাড়া চলেই না, হি হি। :*

img_9267-2মাথা বিগড়াইলে যাদের চুল ছিঁড়তে ইচ্ছে করে তারা এইরকম মাথা আউলানো ইমো দিতারে। ^:^

img_7409খালি চা এর অফার না কইরা এখন থেকে বিস্কুট অফার করা যায়না? :T

img_0403-2কী, তুমি সোনেলা ব্লগের নাম শোন নাই!! অবাক আর তাজ্জব হইবার ইমো 😮

img_9041-6যারা কনফিউজ এর ইমো ব্যবহার করতে চায়, তারা এইটা তো দিতেই পারে। কোন ফুলে যামু? এইটা না অইটা? :-s

img_7326-3ব্লগার সজুর পোস্ট পড়তে গেলে এই ইমো লাগবেই লাগবে। লোল ইমো :D)

img_9379-3শুধু গোলাপ কেন? অন্য ফুল দেয়া যাবেনা? হ্যাপ্পি ব্লগিং প্রিয় সোনেলার সকল ব্লগার। -{@

অঃকঃ ১। যারা স্মাইলি ব্যবহার করতে জানেনা তাদের লইগ্যা এই যে এই বুদ্ধ....
7

২। বুদ্ধের ছবি কার্টেসি, গুরুজি 

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ