সোনা রং বিকেল

ছাইরাছ হেলাল ৩ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার, ০৩:৫৬:২৫অপরাহ্ন একান্ত অনুভূতি ৪২ মন্তব্য

হাসি বা আনন্দ, আনন্দের হাসি, ভ্রুকুটি বা গোল চোখা রাগ,
বুঝিনি, বুঝতে পারিনি, চাই ই ও নি হয়ত।
কিছু মনে হয় বলতে চেয়েছিল .....................................

কোন এক পেল্লায় শর্মা হাউজ, রবীন্দ্র সরোবরে বাদাম খুটে খাওয়া বা ফুসকা-ফালুদায় বুঁদ হওয়া, স্তব্ধ প্রহরে মেঘবাড়ীর বারান্দায় পা ঝুলিয়ে বসে নীলাকাশে সাতার কাটতে চেয়েছিল,
আমি নিশ্চিত কিছু একটা সে বলতে চেয়েছিল .....................

স্তব্ধতার প্রহর বেয়ে হেঁটে যেতে যেতে নীরবতার নদীতে সাতার কাটতে চেয়েছিল, কনকনে শীতে উঠান উনুনের পাশে বসে ধোয়া ওঠা চিতৈয়ে ফুঁ দিতে দিতে মুখে পুরবে খেজুরের রস ছুঁইয়ে। অবরুদ্ধ প্রান্তরে অবিরাম পায়চারি থামিয়ে অন্য প্রান্তে জ্যোৎস্নার চারণের ভূমিতে দাঁড়াতে চেয়েছিল।
কিছু একটা বলার কথা ভেবেছিল সে.......................................

ডাঁশা পেয়ারায় সজোড় দাঁত বসিয়ে ঝিরি ঝিরি বৃষ্টি গায়ে মেখে এক হাতে কোমর জড়িয়ে পেয়ারা বাগানের সরু পথ বেয়ে যেতে যেতে হঠাৎ লাফ দিয়ে ডাল শুদ্ধ পেয়ারা নামিয়ে ফেলা, বেশি করে গোটানো জিন্স, কাঁদা মাখা পা, তিলে ঠোঁট কামড়ে ধরে উঁচু ব্রিজে দাঁড়িয়ে ছানাবড়া চোখ নিয়ে বিস্তীর্ণ জলপথ বেয়ে ভাসমান খোলা ডিঙ্গিতে কাঁচাপাকা পেয়ারার বাজার দেখার কথা ভেবেছিল, বসন্তের পাতাঝরা দিনে সোনালী শরীর বিকেলের শুঁকনো পাতা মাড়িয়ে মুগ্ধ ফোলা চোখে চোখ ফেলে হাঁটার কথা বলেছিল।

হারিয়েছিল কুল প্রণয়ে ম’জে এমন ও ভাবিনা,
সমীচীন সদিচ্ছা সাধ্যাতীত যদিও ছিলো না ।

0 Shares

৪২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ