সোনার কাঠি রুপোর কাঠি

সোনেলা রোদ্দুর ৫ ডিসেম্বর ২০১৫, শনিবার, ১২:৩৫:৪৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ৭৩ মন্তব্য

আমি কে? কি আমি?

হিংস্র জানোয়ারের হাত থেকে প্রাণ বাঁচাতে ছুটে চলা হরিণী শাবক
অর্ধেক মাস আঁধারে ডুবে থাকা জোছনার অপেক্ষার দূরে থাকা সবার আকাঙ্খিত চাঁদ,
আঁধারকে উপেক্ষা করে জোছনার জয়গান
প্রেম অপ্রেমের লেখা কবিতা
তপ্ত রোদ আর শীতের শীতলতা
শীতের রাতে মায়ের হাতের কাথার ওম।
ঘুমের নির্ঘুম নির্ঘুমদের ঘুম
স্বপ্নের স্বপ্ন দুঃস্বপ্নের রাত।
পরিশ্রমী মায়ের কোলে ঝুলে থাকা স্তন মুখ দেয়া শিশু, ইট পাথর ভাঙ্গা রত মা
বাবা মা সন্তানকে ভাল রাখার প্রত্যয়ে রাত জেগে সেলাই করা গার্মেন্টস এর রাহেলা
শুধু বেঁচে থাকার জন্য, আশ্রিতদের অন্ন যোগাতে অনিচ্ছুক নিরুপায় বেশ্যা
৭১ এর ধর্ষিতা নারী, বিরাঙ্গনা , ঝড় জলোচ্ছ্বাসে টিকে থাকা মানুষ প্রকৃতি।
নদী,
এক পাড় ভেঙ্গে অন্য পাড় গড়া
জেগে ওঠা চর, চরের মাঝে জনপদের জীবন গড়ার পরিশ্রমী ইতিহাস
ঝর্না, পাথর মাটিকে স্পর্শ করে এগিয়ে যাওয়া স্বচ্ছ জল
বিষ, অমৃত, সোনার কাঠি রুপোর কাঠি জীয়ন কাঠি।

এইতো আমি।

======================================================

অশিক্ষিত, অর্ধ শিক্ষিত, শিক্ষিত,  অতি শিক্ষিত সবার একটি বিষয়ে মিল আছে। পরিচিত, চেনা, আপনজন কর্তৃক তীব্র মানসিক আঘাত আমরা সহ্য করি যেভাবেই হোক। কিন্তু যেইনা গালে এক থাপ্পর পরে অমনি ' কি তুই আমাকে থাপ্পর দিলি? আমার গায়ে হাত দিলি? রাখবো না আর সম্পর্ক।' বিচ্ছেদ,ব্রেক আপ।
দেহকেই আমরা আসলে প্রাধান্য দেই মনকে না।

0 Shares

৭৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ