সাম্য

জাহাঙ্গীর আলম অপূর্ব ৫ মার্চ ২০২১, শুক্রবার, ১০:৪২:১১পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
  1. কে হিন্দু, কে ক্রিশ্চান, কে বৌদ্ধ, কে মুসলমান
    জিগাও কেন ওরে?
    সদ্য প্রস্ফুটিত কোমলমতি শিশু
    জাত পাত জানে না কি ওরে -
    একই বৃক্ষের শাখা প্রশাখা ওরা
    হিন্দু, বৌদ্ধ, মুসলমান ক্রিশ্চান ।
  2. মসজিদ এই, মন্দির এই, প্যাগোডা এই, গীর্জায় বলে সাম্য
    কুরআন,পুরান, ত্রিপিটক, বাইবেল বলে সাম্য
    তারা সন্তান মোর মার
    হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ক্রিশ্চান কেউ নয় কারু পর।
  3. এক ফুলে হয় না কো বাগান
    মালি রোপে নানান গাছ
    কোনটি হিন্দু, কোনটি ক্রিশ্চান, কোনটি বৌদ্ধ, কোনটি বা মুসলমান
    কে করে সেই বাছ।
  4. কেন কর অযথা ধর্ম নিয়ে যুক্তি খন্ডন
    সব ভেদ ভুলে গিয়ে অটুট রাখনা অদৃশ বন্ধন।
  5. স্বার্থের বেদিতে বসে ভন্ড গায় স্বার্থের জয়গান
    নিজেদের সমাজ শিরোমণি বানায়তে
    সমাজকে ভাগ করেছে -
    কামার, কুমার,কুলি-মজুর আার কৃষাণ ।
  6. আলো আর বাতাসকে বল বিভেদ জানে নাকি তাই
    হিন্দু, মুসলমান, বৌদ্ধ, ক্রিশ্চান একে অন্যের ভাই।
  7. ওহে তোমরা বুঝি বাঙালির বীজমন্ত্র জানো না
    তাহলে তোমরা শুনে রাখ ভাই
    সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই।
  8. ------------
    রচনাকালঃ
    ০২-০২-২০২০
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ