রূপকথা

রায়হান সেলিম ১৭ নভেম্বর ২০১৬, বৃহস্পতিবার, ০৭:২৯:৪৮পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য

11269047753_b0921be24a
রূপকথা জেনেছো কি তুমি
অন্ধকারের আর্তির ভিতর প্রহরের রঙ বদলায়
উনুনের আলোর ওপারের ছায়াটুকু হতে পারে
কীর্তিনাশা ধ্রূপদী নদী !

একটু আঁধার তোমাকে দ্যাখে
ও পথে নেমে আসে শিশিরের ঘ্রাণ
কল্পতরুর বেনামী বাতাস
হয়তো পুড়িয়ে দেয় কিছুটা হলেও নুন মাখা জল !

জোনাকীরা জানে জীবনের কতো রঙ
বিভাহীন কানামাছি খেলে
উনুনের আলোয় কতোটুকু তাপ জানোনা তুমি
জানো শুধু কাঁচা লঙ্কায় চোখ রেখে বিষাদের রূপ !!

১৩/১১/২০১৬ ইং, শনিবার।

ছবি সংগ্রহ ঃ গুগল

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ লেখা

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ