অনেক সময় মোবাইল থেকে ফাইল শেয়ার করা বিশেষ প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু আধুনিক সকল ফাইল শেয়ারিং সাইট কিংবা ক্লাউড ড্রাইভ গুলোর সবাই মোবাইল ব্রাউজারের মাধ্যমে ফাইল আপলোড কিংবা ডাওনলোড প্রক্রিয়া সঠিক ভাবে সম্পন্ন করতে পারে না। ঐ রকম গুরুত্বপূর্ণ সময়ে মোবাইল থেকে ফাইল শেয়ারিং একটি সমস্যা হয়ে দাড়ায়।

তবে বিশেষ কিছু ফাইল শেয়ারিং সাইট রয়েছে, যারা তাদের সিস্টেমটাই তৈরি করেছে মোবাইল ব্যবহারকারীদের কথা চিন্তা করে। ঐ সকল সার্ভিস আপনি আপনার মোবাইলের সাধারণ থেকে শুরু করে আধুনিক ব্রাউজারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন। আজ তেমন কিছু মোবাইল ফাইল শেয়ারিং সাইট নিয়েই আলোচনা করব।

 

QFS.mobi

 

সহজ ইন্টারফেসের মোবাইল ফাইল শেয়ারিং সাইটের মধ্যে QFS.mobi অন্যতম। এর ফিচার নিম্নে আলোচনা করা হল-

  • ফাইল সাইজ লিমিটঃ সর্বোচ্চ 50MB প্রতি ফাইল।
  • রেজিস্ট্রেশনঃ আপলোড করার জন্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। তবে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • সাপোর্টেড ফাইল টাইপঃ যে কোন ধরণের ফাইল আপলোড করা যাবে।
  • সংরক্ষণ সময়সীমাঃ শেষ ডাওনলোড হতে ৩০ দিন পর্যন্ত সার্ভারে ফাইল সংরক্ষিত থাকবে।
  • অতিরিক্ত সুবিধাঃ আপলোডকৃত ফাইল ডাওনলোড করার জন্যে পাসওয়ার্ড নির্ধারণ করে দেয়া যায়।

 

 

Upfile.mobi

মোবাইল ফাইল শেয়ারিং এর জন্যে আরও একটি জনপ্রিয় সাইট হচ্ছে upfile.mobi। এর ফিচার গুলি নিম্নরূপ-

  • ফাইল সাইজ লিমিটঃ সর্বোচ্চ 2GB প্রতি ফাইল।
  • রেজিস্ট্রেশনঃ আপলোড করার জন্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। তবে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • সাপোর্টেড ফাইল টাইপঃ যে কোন ধরণের ফাইল আপলোড করা যাবে।
  • সংরক্ষণ সময়সীমাঃ শেষ ডাওনলোড হতে ৬ মাস পর্যন্ত সার্ভারে ফাইল সংরক্ষিত থাকবে।
  • অতিরিক্ত সুবিধাঃ আপলোডকৃত ফাইল ডাওনলোড করার জন্যে পাসওয়ার্ড নির্ধারণ করে দেয়া যায়।
  • সীমাবদ্ধতাঃ আর্কাইভ (Zip, Rar, 7z, pzip, cab, apk, etc.) ফরমেটের ফাইল আপলোড করার ক্ষেত্রে আপনাকে রেজিস্টার্ড এবং ভেরিফাইড একাউন্টের অধিকারী হতে হবে।

 

 

Datafilehost.com

 

Datafilehost.com মূলত পিসি ভিত্তিক ফাইল শেয়ারিং ইন্টারফেস। তবে মোবাইলের সাধারণ ব্রাউজার থেকেও ফাইল আপলোড এবং ডাওনলোড করা সম্ভব। এর ফিচার গুলি নিম্নরূপ-

  • ফাইল সাইজ লিমিটঃ সর্বোচ্চ 150MB প্রতি ফাইল।
  • রেজিস্ট্রেশনঃ রেজিস্ট্রেশন করার কোন পদ্ধতি নেই।
  • সাপোর্টেড ফাইল টাইপঃ যে কোন ধরণের ফাইল আপলোড করা যাবে।
  • সংরক্ষণ সময়সীমাঃ শেষ ডাওনলোড হতে ৯০ দিন পর্যন্ত সার্ভারে ফাইল সংরক্ষিত থাকবে।

 

 

4shared.com

 

4shared.com সাইটিরও দুটি আলাদা ইন্টারফেস রয়েছে। পিসি এবং মোবাইল উভয় ব্যবহারকারী ব্রাউজার এবং 4shared এ্যাপ ব্যবহার করে ফাইল আপলোড, ডাওনলোড, শেয়ারিং এবং সম্পাদনা করতে পারবেন। ফ্রি একাউন্ট হিসেবে আপনাকে 15GB ড্রাইভ স্পেস দেয়া হবে। প্রতিদিন সর্বোচ্চ 3GB পর্যন্ত ব্যান্ডউইথ ব্যবহারযোগ্য। এর সুবিধাদি নিম্নে দেয়া হল -

  • ফাইল সাইজ লিমিটঃ সর্বোচ্চ 2GB প্রতি ফাইল।
  • রেজিস্ট্রেশনঃ আপলোড এবং ডাওনলোড করার জন্যে অবশ্যই আপনাকে 4shared.com সাইটে রেজিস্ট্রেশন করতে হবে।
  • সাপোর্টেড ফাইল টাইপঃ যে কোন ধরণের ফাইল আপলোড করা যাবে।
  • সংরক্ষণ সময়সীমাঃ নির্দিষ্ট সংরক্ষণ সময়সীমা নেই। তাদের নীতিমালা বহির্ভূত না হলে এবং ফাইলের ব্যাপারে কোন আপত্তি না জানালে ব্যবহারকারীর ইচ্ছানুযায়ী সময় পর্যন্ত ফাইল সার্ভারে সংরক্ষিত থাকবে।

 

 

Filecargo.com

 

Filecargo.com মূলত ডেক্সটপ ভিত্তিক ফাইল শেয়ারিং সাইট। তবে মোবাইলের ব্রাউজারের মাধ্যমেও ফাইল শেয়ার করা সম্ভব। এর ফিচার নিম্নে বর্ণিত হল-

  • ফাইল সাইজ লিমিটঃ সর্বোচ্চ 100MB প্রতি ফাইল।
  • রেজিস্ট্রেশনঃ রেজিস্ট্রেশন করার কোন পদ্ধতি নেই।
  • সাপোর্টেড ফাইল টাইপঃ যে কোন ধরণের ফাইল আপলোড করা যাবে।
  • সংরক্ষণ সময়সীমাঃ নির্দিষ্ট সংরক্ষণ সময়সীমার উল্লেখ নেই।

 

 

ShareMobile.ro


ShareMobile.ro সাইটটির ডেক্সটপ এবং মোবাইলের জন্যে দুটো আলাদা আলাদা ভার্সনই রয়েছে। আপনি ডেক্সটপে ব্যবহার করার সময় সরাসরি এর ডেক্সটপ ইন্টারফেস একসেস করতে পারবেন, এবং মোবাইল থেকে মোবাইল ইন্টারফেস। নিম্নে এর সুবিধাগুলি দেয়া হল-

  • ফাইল সাইজ লিমিটঃ সর্বোচ্চ 10MB প্রতি ফাইল।
  • রেজিস্ট্রেশনঃ আপলোড করার জন্যে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক নয়। তবে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন।
  • সাপোর্টেড ফাইল টাইপঃ যে কোন ধরণের ফাইল আপলোড করা যাবে।
  • সংরক্ষণ সময়সীমাঃ সংরক্ষণ করার কোন সময়সীমা নির্ধারণ করা নেই। তবে কেউ ফাইলের ব্যাপারে আপত্তি জানালে সেটা দ্রুত ডিলিট করে দেয়া হয়।

 

এ ছাড়াও আরও কিছু সাইট রয়েছে। কিন্তু সে সকল সাইটে ফাইল আপলোড এবং ডাওনলোড করা বেশ ঝামেলাপূর্ণ। পাশাপাশি সাইটের কন্টেন্ট আপত্তিকর হবার কারণে সেগুলি এখনে শেয়ার করা হল না।

জনপ্রিয় কিছু ক্লাউড সার্ভিসেরও মোবাইল ভার্সন রয়েছে। কিন্তু সে সকল ক্লাউড সাইটের সকল ফিচার মোবাইল ব্রাউজার সাপোর্টেড নয়। তবে হাল-জামানার স্মার্টফোনে অতিরিক্ত কোন এ্যাপ ব্যবহার ছাড়াই শুধু ব্রাউজারের মাধ্যমে এই সাইট গুলি থেকে ফাইল ডাওনলোড কিংবা আপলোড করা সম্ভব।

 

হ্যাপি শেয়ারিং... 🙂  🙂

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ