মুসলেমিন চেতনা!

মর্তুজা হাসান সৈকত ২৬ নভেম্বর ২০১৩, মঙ্গলবার, ০১:০১:৫৫অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৫ মন্তব্য

ইসলাম কি কেবলই শান্তি এবং পবিত্রতার সংমিশ্রণে একত্রিত মুসলেমিন অনুভূতি কিছু? ইসলাম চিরন্তন সত্য থেকে উৎসারিত অমৃতও বটে, ইসলাম বিশ্বাস অনুভবে। আমি জানি, জানি কেবল ইসলামেই প্রোথিত প্রশান্তি চিরন্তন, প্রোথিত চিরন্তনী সুধা।

এবং পবিত্র কোরআনই শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এবং যা শ্রেষ্ঠমানব মোহাম্মদ (সঃ) এর উপর নাজিল, নাজিল মহান সৃষ্টিকর্তা কতৃ্ক জিবরাইল (আঃ) এর মাধ্যমে।

বস্তুত প্রকৃত ইসলামই করতে পারে কেবল, জানি করতে পারে বিভ্রান্তির বৃহত্তর পরিধি সঙ্কুচিত! পবিত্র ইসলামই এ করতে পারে কেবল। মুসলেমিন চেতনা এবং চিরন্তন সত্য থেকেই সর্বোচ্চ সতেজ এ বিশ্বাস উৎসারিত আমার।

২৫ নভেম্বর ২০১৩
মধ্যরাত্রি, উত্তরা।

0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ