মরা-বাঁচা

ছাইরাছ হেলাল ২ জুন ২০১৭, শুক্রবার, ০৬:০৬:৫২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২২ মন্তব্য

সে বলে, ‘আমি মরি নাইইই’
‘আমিও না’, আমি বলি;
কে-রাখে কার মরা-বাঁচার খবর!
কে কার হিশেব রাখে, কেউ বেঁচে বেঁচে মরে,
কেউ মরেই বাঁচে;
আমি কিংবা সে, কেউ-ই মরিনি, মরবো-ও না,
মরা কিংবা বাঁচা খুব-ই কঠিন এক খেলা,

বুকে ছুড়ি-গাথা দিয়ে কর্কশ হাওয়ায় মৃত ভেবে
বা মেরে ফেলে গেলে পাথরের অচেনা রাজ্যে!
মরিনি, মরেনি সে-ও, কেউ কেউ মরে-না,
মারে শুধুই মারে; দুঃখ আসে বারে বারে
কষ্টের জীবন নিয়ে;

শোকার্ত টিউলিপ উদ্বিগ্নতায় জেগে থাকে
আকাশের ছবিমালা বুকে নিয়ে,
জেগে জেগে হৃদ-চোখ বুজে থাকলে
আমরা মৃত-ই বলি তাকে;

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ