ভুল ছিল আমার

মিজভী বাপ্পা ৮ অক্টোবর ২০১৪, বুধবার, ০১:৪১:৩৫অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

তোমাকে কামনা করা, ভুল ছিল আমার,
তোমাকে ভালোবাসা, বড়ই ভুল ছিল আমার।
তোমার মাঝে নিজেকে দেখা,
ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

প্রথম দেখাতেই তোমাকে লেগেছিল ভালো,
ভেবেছিলাম হবে মোর স্বপ্নের সুভাষিনী,
কিন্তু তুমি ছিলে যে এক মরীচিকা,
যাকে ভালাবাসাটাই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

তোমাকে কামনা করেছি আমার নিজ স্বত্তায়,
তোমাকে চেয়েছি নিজের নিঃসঙ্গতায়,
চেয়েছি তোমাকে আপন মনে সাজিয়ে রাখতে,
কিছুই হল না এসবের তোমাকে নিয়ে কারণ,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

এখন আমি নিঃসঙ্গ একলা এক পথিক,
অতীতের বিরীহ ভাবনায় শুধু এটাই ভেবে যায়,
এসবই ভুল ছিল আমার, বড়ই ভুল ছিল আমার।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ